Posts

Showing posts from January 20, 2023

চিরিরবন্দরে সরিষার হলুদ ফুলের সমারোহ

Image
  চিরিরবন্দরে সরিষার হলুদ ফুলের সমারোহ   মো. মিজানুর রহমান মিজান দিনাজপুর জেলা প্রতিনিধি দৈনি ক বঙ্গ দর্পন  প্রকৃতির মাঝে হলুদের এমন সমারোহ দেখা মিলছে চিরিরবন্দরে ফসলের মাঠ। সেই সাথে সরিষার হলুদ ফুলে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলছেন কোমল মতি শিশু সহ সকল বয়সী নারী ও পুরুষ। চিরিরবন্দর উপজেলায় এবার রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূল ভালো থাকলে কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা চাষাবাদ করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলাতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৫০ হেক্টর এবং অর্জিত হয়েছে ৬৬০ হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে উপজেলার আব্দুলপুর, অমরপুর, পুনট্ট্রি ও সাইতাড়া ইউনিয়নে। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহসিন আলী ও অমিনুল ইসলাম বলেন, ‘আমরা এ বছর ৬ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে অল্প বীজ পেয়েছি। পরে নিজে বাজার থেকে সরিষার বীজ কিনে জমিতে সরিষা বীজ বপন করি। প্রতিটি সরিষাগাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে।...