Posts

Showing posts from December 27, 2023
Image
  বীরগঞ্জে নাশকতাকারী, লম্পট রেজ্জাকুল হাজীকে গ্রেফতারের দাবীতে এলাকা উত্তাল। ======================== মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ  বীরগঞ্জ( দিনাজপুর)  প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন ইতিহাস স্বাক্ষি বীরগঞ্জ সেন্টার পাড়ার চাঞ্চল্যকর শ্যালিকা ধর্ষণের পর পুড়িয়ে হত্যাকারী, সেই লম্পট, রেজ্জাকুল হাজী'র বিরুদ্ধে এবার তার গ্রামের বাড়ি দক্ষিণ ফরিদপুর তেলিপাড়ায় নাশকতা মূলকভাবে প্রতিবেশীদের গরু-ছাগল পুড়িয়ে মারাসহ বাড়িঘর জ্বালিয়ে দিয়ে প্রায়  ৩০ লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় টাউট বাটপারদের টাকার বিনিময় ম্যানেজ করে প্রকৃত ঘটনা আড়াল করে, বার বার জঘন্য ক্ষমার অযোগ্য অপরাধ করেও পার পাওয়ায় এলাকার মানুষ হতাশ।  তারা অনতি বিলম্বে নারী লোভী লম্পট রেজ্জাকুল হাজী কে গ্রেফতার করার দাবী করেন অন্যথায় তারা কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলেও নিশ্চিত করেছেন ।  পুর্ব পরিকল্পনা ও নাশকতা মুলক ভাবে কুখ্যাত রেজ্জাকুল হাজী পুরো গ্রামবাসী ও বসতবাড়ি পুড়িয়ে উচ্ছেদ করার অপচেষ্টা চালিয়ে আংশিক সফল হয়েছে, তারা জানান ভবিষ্যতে সবাইকে কৌশলে পুড়িয়ে মারবে তাতে সন্দেহ নেই বলে তার...