Posts

Showing posts from December 26, 2021

নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন ৪র্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে । আজ রবিবার সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে ঘন কুয়াশা উপক্ষো করে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করছেন।  জেলা নির্বাচন কার্যালয় সুত্রের হিসেবে ১২ টি ইউনিয়নের  ১১৯ টি কেন্দ্রে মোট ২ লাখ ৬৩ হাজার ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৪২৪জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩০ হাজার ৪শ’ জন। নির্বাচনে দুইটি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুইজন চেয়ারম্যান বাদে ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫২ জন প্রাার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবিসহ পুলিশ, র‍্যাব ও আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ...

নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা শুরু

Image
    মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন ৪র্থ ধাপে আজ নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে। এই নির্বাচনে ১১৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৬৩ হাজার ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারন সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

শার্শায় বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার

Image
  ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন যশোরের শার্শায় এক বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬শে ডিসেম্বর রবিবার সকাল ১০টার সময় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট মোল্লাপাড়া গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।  প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, ভোর ৬টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায় । হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের লাশ ভাসছে। আমি চিৎকার করে মৃত সাফেদের ছেলে মোরশেদ আলীকে ডাকি। মোরশেদ এসে দেখে নিশ্চিত হন বাচ্চাটা মৃত্যু। তার পরে আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয়  লোকজন জড়ো হয়। এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো ? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসী।  এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান আমরা এখনও  নবজাতকের পরিচয় পাইনি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।