Posts

Showing posts from June 3, 2022

সীতাকুণ্ডে ভূমি সংক্রান্ত বিরোধকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার

Image
  মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে চলমান ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর নৃশংস হামলার অভিযোগ উঠে এসেছে। নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে বাদী সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।মূলত ভুমি সংক্রান্ত বিরোধ হলেও সহানুভূতি পেতে  বিষয়টিকে সাম্প্রদায়িক হিসেবে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষের লোকজন।ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনাটি ঘটে সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায়।তবে এই বিষয়ে ভুক্তভোগী সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগের পাশাপাশি পূর্বে চট্টগ্রাম আদালতে মামলা করেন।(মামলা নং-১৩২৭/২০২১।হুমকি ধমকি পেয়ে একাধিক লিখিত অভিযোগের সত্বেও হামলা থেকে রক্ষা পাইনি ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়,বাদী হাজি আমিনুল হক সওদাগর,পিতা মৃত ফজলুর রহমান।বিবাদীরা হলেন সচী রানী দাস,স্বামী অমৃত দাশ,শ্রীমতি দাশ,স্বামী যোগন্দ দাস,অঞ্জনা দাস স্বামী চন্দ্র দাস,রিনা দাস,স্বামী কৃষ্ণ চন্দ্র দাস। উপরোক্ত বিবাদীগণের সাথে আমার বহুদিন যাবৎ জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ...

দিনাজপুরে ছেলের মটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় মায়ের মৃত্যু।

Image
  জাহিদ হাসান অন্তর রংপুর বিভাগীয় প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন দিনাজপুরে ছেলের মটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় নিহত হয়েছেন মা। ১ জুন বৃধবার বিকাল ৩ টায় এঘটনাটি ঘটে,দিনাজপুর শহরের বালুবাড়ি খোকন মৌলভীর মোড় নামক হাইওয়ে রাস্তায় সড়কে অপর ছেলে হারানো মা কে,মায়ের সাথে থাকা ছেলে দুলহাজ বলে যে তার মা জাহেদা বেগম (৪০)সহ বীরগঞ্জ ঘোড়াবান্দ কাজল কাজি পাড়া থেকে বের হয়ে মটর সাইকেল যোগে তার অসুস্থ খালাকে দেখতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে আসেন। হাসপাতাল যাবার পথে দিনাজপুর শহরের বালুবাড়ী খোকন মৌলভীর মোড় নামক হাইওয়ে সড়কে স্প্রীড ব্রেকারে হঠাৎ ব্রেক করলে আমার মা মটর সাইকেল থেকে পরে যায়,এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মায়ের মৃত‍্যু হয়। তবে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতয়ালী থানার এসআই সাইদুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চত করেন।তবে তিনি বলেন পরিবারের পক্ষ থেকে জানায় কারো প্রতি কোন অভিযোগ নেই।তবে দুঃখের বিষয় যে খালাকে তারা মেডিক‍্যালে দেখতে আসছিল তিনি গত দুদিন আগেই রিলিজ নিয়ে সেতাবগঞ্জে চলে যায়।তবে ...

স্বপ্ন পুরনের গল্প

Image
  স্বপ্ন পুরনের গল্প লেখিকাঃকানিজ ফাতিমা দৈনিক বঙ্গ দর্পন আমি কখনো ভাবিনি ক্যাডার হবো। আমার স্বপ্ন ছিলো আবহাওয়াবিদ হবো বা জাতিসংঘে কাজ করবো …. ৩০ তম বিসিএস এর সার্কুলার হলো । ফর্ম তোলার প্রশ্নই উঠে না, কারন কখনোই এই চিন্তা আসেনি, জীবনে একটা কারেন্ট আ্যফেয়ার্স ও পড়িনী।  তখন মাত্রই ঢাকা এসেছি । খুব খুব কাছের একজন মানুষের বান্ধবীর সাথে এক রুমে  উঠলাম । আপু একদিন এসে বলল..” পাপড়ি, আমার ২ টা ফর্ম কেনা হয়ে গেছে । বন্ধুরা একটা কিনছে, আবার বয়ফ্রেন্ড ও একটা কিনছে । তুমি প্লিজ একটা নাও, নাহলে ৫০০ টাকা নষ্ট হবে আমার । রুম মেটের সাথে ভালো সম্পর্ক রাখার প্রত্যয়ে ফর্ম টা নিলাম । আর জমা দেই না । একদিন মলচত্বরে বসে আছি, মাসুদ ভাই ( ৩১ এর আ্যডমিন ) বললেন ফর্ম জমা দিবা না । আমি বললাম , না ভাইয়া, এগুলো আমি বুঝিনা। ভাইয়া বললেন, যাও ফর্ম টা নিয়ে আসো । ফর্ম আনতে আনতে  মাগরিবের আযান দিলো! ভাইয়ার একটা চাইনীজ ফোন ছিলো, ভাইয়া ওটার টর্চ জ্বালিয়ে নিজেই ফর্ম পুর্ন করে দিলেন । আমারে চয়েস লিষ্ট জিজ্ঞেস করলে, বললাম বিদেশের কি আছে ? সে বলল, ফরেন ক্যাডার । আমি বললাম সেটাই দেন, বাকিগুলো মাসুদ ভাই বস...