Posts

Showing posts from December 21, 2022

রসিক নির্বাচনে ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সামছুলের প্রচারণা

Image
  শরিফা বেগম স্টাফ রিপোর্টার  দৈনিক বঙ্গ দর্পন  আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ৩১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর (প্যানেল মেয়র ১) ও আগামী নির্বাচনের পদপ্রার্থী মিষ্টি কুমড়া  মার্কার মোঃ সামছুল হক। ১৯ নং ওয়ার্ডটি উত্তর শেখপাড়া, পূর্ব নাজির দিগর, পশ্চিম নাজির দিগর, পানবাড়ি, আরাজি পানবাড়ি, মধ্য পানবাড়ি, কিষামত বিশু মানজাই, সিলিমপুর, দারার পাড়, বনগ্রাম এলাকার অংশ পর্যন্ত অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১০,৫০০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৫ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৪ জন। মোঃ সামছুল হক গত পাঁচ বছরের সফল কাউন্সিলর (প্যানেল মেয়র ১)। এবার তৃতীয়  বারের মতো তিনি মিষ্টি কুমড়া মার্কা নিয়ে নির্বাচন করছেন।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২২) সকাল থেকে উত্তর শেখপাড়া, গফুর মার্কেট, পানবাড়ি, মাইলানি এলাকায়  বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান। এ সময় সামছুল বলেন, আমি সকলের কাছে মিষ্টি কুমড়া মার্কার জন্য ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘুরছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত...

রসিক নির্বাচনে ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীমের প্রচারণা

Image
  শরিফা বেগম শিউলী  স্টাফ রিপোর্টার  দৈনিক বঙ্গ দর্পন  আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ৩২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আগামী নির্বাচনের পদপ্রার্থী লাটিম মার্কার মোঃ মাহাবুব মোর্শেদ শামীম। ৩২ নং ওয়ার্ডটি বড় রংপুর, আরাজি তামপাট, ক্ষুদ্র তামপাট, নগর মীরগঞ্জ, কাইদাহারা, তেলীপাড়া, মিয়াটারী, তালুক তামপাট, পাঁচ মাইল শরেয়ার তল এলাকা পর্যন্ত অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩,৬০৫ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৫ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৫ জন। মোঃ মাহবুব মোর্শেদ শামীম গত পাঁচ বছরের সফল কাউন্সিলর। এবার তৃতীয় বারের মতো তিনি লাটিম মার্কা নিয়ে নির্বাচন করছেন।  বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর ২২) সকাল থেকে শরেয়ার তল, বড় রংপুর, কাইদাহারা এলাকায় বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান। এ সময় মোঃ মাহাবুব মোর্শেদ শামীম বলেন, আমি সকলের কাছে লাটিম মার্কার জন্য ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘুরছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলবে। জনগণ যদি আমাকে পুনরায় কা...

নাটোরে মোবাইল চোর চক্রের ৫ সক্রিয় সদস্য এবং চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারীকে গ্রেপ্তার

Image
  মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন  নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা রাজন আলীসহ ৫ জন সক্রিয় সদস্য এবং চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বিকেল পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া, সিংড়া বাসস্ট্যান্ড এবং বামিহাল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযান পরিচালনা করেন কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়বাড়িয়া গ্রামের রাজন আলী ওরফে রাজন খাঁ (৩৪) একই গ্রামের মো. আব্দুল মালেক (৩৬), দক্ষিণ দমদমার মো. বিল্পব হোসেন (২৭), চওড়া গ্রামের মো. সেলিম হোসেন (২০), কয়াখাস গ্রামের মো. আব্দুল রশিদ (২৪) ও বামিহাল বাজারপাড়ার মো. রাসেল (২৬)। এ সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল, ১০টি স...