রসিক নির্বাচনে ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সামছুলের প্রচারণা
শরিফা বেগম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ৩১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর (প্যানেল মেয়র ১) ও আগামী নির্বাচনের পদপ্রার্থী মিষ্টি কুমড়া মার্কার মোঃ সামছুল হক। ১৯ নং ওয়ার্ডটি উত্তর শেখপাড়া, পূর্ব নাজির দিগর, পশ্চিম নাজির দিগর, পানবাড়ি, আরাজি পানবাড়ি, মধ্য পানবাড়ি, কিষামত বিশু মানজাই, সিলিমপুর, দারার পাড়, বনগ্রাম এলাকার অংশ পর্যন্ত অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১০,৫০০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৫ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৪ জন। মোঃ সামছুল হক গত পাঁচ বছরের সফল কাউন্সিলর (প্যানেল মেয়র ১)। এবার তৃতীয় বারের মতো তিনি মিষ্টি কুমড়া মার্কা নিয়ে নির্বাচন করছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২২) সকাল থেকে উত্তর শেখপাড়া, গফুর মার্কেট, পানবাড়ি, মাইলানি এলাকায় বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান। এ সময় সামছুল বলেন, আমি সকলের কাছে মিষ্টি কুমড়া মার্কার জন্য ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘুরছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত...