আসন্ন ইউপি নির্বাচনে ধীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পদপ্রার্থী হ‌য়ে‌ছে একই পরিবারের পিতা ও পুত্র ।




ওসমান গনি 

মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি

দৈনিক বঙ্গ দর্পন

 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী হয়েছেন  একই প‌রিবা‌রে পিতা  ধীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের বর্তমান মেম্বার  ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান এবং ছেলে মোঃ মাসুম খাঁন  একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছে।  এ নিয়ে এলাকায়  চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে  । পিতা জাহাঙ্গীর খাঁ‌নের প্রতীক তালা আর পুত্র মোঃমাসুম খানঁ এর প্রতীক হচ্ছ‌ে মোরগ ।

এই ওয়া‌র্ডে পিতা - পুত্র ছাড়া আ‌রো তিন জন  মেম্বার প্রার্থী র‌হে‌ছে ।ভোটার হচ্ছ‌ে  আনুমা‌নিক ২৭০০ শত ।


এ বিষয়ে মোঃ আ‌নিস (৭০ ) বছরের এক বৃদ্ধা আমাদেরকে বলেন এটি একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে একই পরিবার থেকে পিতা-পুত্রের যুদ্ধ আমরা ছবিতে  দেখেছি কিন্তুু নির্বাচনে একই পরিবারের পিতা ও পুত্র একই প‌রিবা‌রে একই ওয়ার্ড থে‌কে নিবার্চনে অংশ গ্রহন করার কথা  আমি  এর আগে কখনো শুনি নাই। 

এ বিষয়ে আরো  ক‌য়েক জন বলেন মাসুম একজন বেকার ছেলে ঘুরে ফিরে  কোন কাজ কাম নাই অন্যের গিবত গাওয়া ছাড়া। 

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি