নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

 




মনজুরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

৪র্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে । আজ রবিবার সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে ঘন কুয়াশা উপক্ষো করে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করছেন। 


জেলা নির্বাচন কার্যালয় সুত্রের হিসেবে ১২ টি ইউনিয়নের  ১১৯ টি কেন্দ্রে মোট ২ লাখ ৬৩ হাজার ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৪২৪জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩০ হাজার ৪শ’ জন। নির্বাচনে দুইটি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুইজন চেয়ারম্যান বাদে ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫২ জন প্রাার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবিসহ পুলিশ, র‍্যাব ও আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি