মুন্সিগঞ্জের ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ২ ডাকাত গ্রেফতার।

 


ওসমান গনি 

মুন্সিগঞ্জ  জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

মুন্সিগঞ্জের ডাকাতির প্রস্তুতি নেয়ার সময়  ২ জন ডাকাত দলের সদস্য খেলনা পিস্তলও চাপাতি চাকু এবং একটি স্পীডবোট সহ গ্রেফতার করেছে মুন্সিগঞ্জের গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ। জানা গেছে 

 ঘটনার স্থান: মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন চর কিশােরগঞ্জ (মােল্লারচর) সাকিনস্থ জনৈক জাফরের বন্ধ দোকানের পিছনে কালিদাস নদীর পাড়ে 

  মোল্লার চর হইতে ধৃত আসামী ১। মােঃ মেহেদী হাসান(২৫), পিতা-মােঃ মােতালেব মাদবর, মাতা-হাসিনা বেগম, সাং-কান্দিপাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ এর ডান হাত  হইতে একটি রাম দা ও আসামী ২। মােঃ আঃমালেক(৪৫) পিতা-মােঃআঃ আজিজ, মাতা-জয়তুন নেছা, সাং-দক্ষিণ ক্রোকেরচর, থানা ও জেলা-নারায়ণগঞ্জ এর ডান হাত হইতে একটি লােহার চাপাতি এবং পলাতক আসামী ৩। বাবলা চৌধুরী  উজ্জ্বল খালাসী (৪০), পিতা-বাচ্চু খালাসী, সাং-মহনপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাদপুর, এ/পি-কালিরচর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, ৪। আঃ খালেক(২৫), পিতা-হেলাল উদ্দিন সরকার, মাতা-নুরজাহান বেগম, সাং-চর আব্দুল্লাহ, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, এ/পি-বানিয়াল মহেশপুর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, ৫। বাদশা মিয়া (৫০), পিতা-মৃত আমিন উদ্দিন, সাং-কালিরচর সিকদারকান্দি, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, ৬। মােঃ তাজুল ইসলাম(২৭), পিতা-আলী আজ্জম খান, সাং-দশ আনী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৭। মহসিন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত,জেলা-চাদপুর, ৮। বাবু (২৭), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাতসহ অজ্ঞাতনামা ৭/৮ জন কর্তৃক স্পীড বোটে ফেলিয়া যাওয়া মতে অন্যান্য আলামত উদ্ধারপূবর্ক উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।


৭/ উদ্ধার :  (i) একটি রাম দা, (ii) একটি লােহার চাপাতি, (iii) একটি কালাে রংয়ের প্লাস্টিকের খেলনার পিস্তল, (iv) একটি লােহার চাকু, (v) একটি লােহার রড, (vi) একটি কালাে রংয়ের প্লাস্টিকের টর্চলাইট, (vii) একটি লােহার বাটসহ হাতুর, (viii) একটি প্লাস্টিকের বাটসহ ভ্রু ড্রাইভার, (ix) একটি স্পীড বােট

৮/ গ্রেফতার : ০২ জন।

৯/গৃহীত ব্যবস্থা:  ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। 

বিঃদ্রঃ ২নং আসামী মােঃ আঃ মালেক(৪৫) এর বিরুদ্ধে ০১টি, পলাতক ৩নং আসামী বাবলা চৌধুরী @ উজ্জ্বল খালাসী (৪০) এর বিরুদ্ধে ৯টি, ৪নং আসামী আঃ খালেক (২৫) এর বিরুদ্ধে ১টি, ৫নং আসামী বাদশা মিয়া (৫০) এর বিরুদ্ধে ৪টি এবং ৬নং আসামী মোঃ তাজুল ইসলাম (২৭) এর বিরুদ্ধে ২টি মামলা রহিয়াছে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি