"" নারী ছলনাময়ী,নারী বেইমান,নারী বহুরূপী ""




"" নারী ছলনাময়ী,নারী বেইমান,নারী বহুরূপী ""

রোজনেহা রোজী 

কাব্য লেখিকা 

দৈনিক বঙ্গ দর্পন



--বাবা মায়ের পছন্দে বিয়ে করাটা খুব একটা সহজ কাজ নয়।

--তবে যে মানুষটাকে নিয়ে সংসার শুরু করা হয় বেশিরভাগ সময় তাকে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।


--কারণ পরিবার থেকে পছন্দ করা ছেলে অথবা মেয়েটা খুব সহজভাবে ভালোবাসা প্রকাশ করতে পারেনা নতুন ব্যক্তিটির কাছে।তবে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মানিয়ে নিতে চেষ্টা করে।

অবশ্য একটা সময় মানিয়েও যায়।


কারণ মা,বাবার মান, সম্মানের কাছে বেশিরভাগ সন্তান নিজেদের চাওয়া পাওয়াকে মাটি চাপা দিতে শিখে যায়।

আর একটা সময় এই অপ্রাপ্তি গুলো মেয়েদের ভালো একজন অভিনেত্রী করে তোলে।



--তাই যখন কোন মেয়েকে কেউ ছলনাময়ী বলে আমার শুনতে খারাপ লাগেনা।

-- কারণ নিজের চাওয়া  পাওয়ার সাথে বেশিরভাগ মেয়েই ছলনা করে।


--যখন মেয়েদের স্বার্থপর বলা হয় সত্যিই আমার শুনতে এতটুকুও খারাপ লাগেনা।

কারণ স্বার্থপর না হলে বিশ, বাইশ বছরের আপন মানুষগুলোকে ছেড়ে সংসার নামক কারাগারে নিজেদের বন্দী করে কেমন করে মেয়েরা!! 


--যখন মেয়েদের কেউ বহুরূপী বলে সত্যিই আমি অবাক হইনা।

--কারণ একমাত্র মেয়েরাই তো কখনও মা,কখনও স্ত্রী,কখনও মেয়ে নানা রূপে নিজেদের ভাঙে গড়ে।তাদের তো বহুরূপী বলাই যায় নাকি! 


--যখন কেউ মেয়েদের বোকা বলে বিশ্বাস করুন,আমি অবাক হইনা।

সত্যিই তো মেয়েরা বোকা।

--সংসারে নিজের আবেগকে বিসর্জন দিয়ে প্রতিনিয়ত নিজেকে ঠকায় মেয়েরা।


--আসলে এই কথাগুলো বলার মানে এই নয় যে, মেয়েদের গুনগানে আমি পঞ্চমুখ।

অথবা,মেয়ে বলেই মেয়েদের পক্ষে বলছি।ব্যাপারটা এমন নয় কিন্তু,আমি মানুষের মত ভাবনা থেকে বলছি,মেয়ে বলে নয়। 



এই কথাগুলো বলার কারণ হচ্ছে

--আপনারা যখন মেয়েদের  স্বার্থপর,বহুরূপী,ছলনাময়ী এই শব্দ গুলোর ভেতরে আষ্টে পিষ্টে জড়িয়ে দেন কখনও কি ভেবেছেন মেয়েরা কেন এমনটা করে? 


হয়তো আপনার জন্যে,নয়তো তার পরিবারের জন্যে।নিজের জন্যে তো সে কিছুই করেনা।


তারপরও দিনের শেষ বেলায় মেয়েদের কপালে অনেক ঝাড়ি পড়ে।


--আসলে এত ঝাড়ি নিয়েও যে মেয়েটা আপনার সংসারকে নিজের করে ভালোবাসতে শুরু করে।সে মেয়েটা কখনই আপনার বাড়িকে নিজের বাড়ি বলতে পারেনা।

কারণ মেয়েদের নিজস্ব বলতে কিছুই নেই।

একটা সময় বাবার বাড়ির অতিথি থাকে, পরে শশুরবাড়ি,তারপর স্বামীর বাড়ি।আর ভাগ্যে জুটলে শেষ বয়সে ছেলের বাড়িতে আশ্রয় হয়।


তাহলে ভাবুন তো,একটা মেয়ে কতটা আশ্রয়হীনতায় প্রতিনিয়ত ভোগে।


তাই বলছি মেয়েদের নামের পাশে বিশেষ শব্দগুলো জড়ানোর আগে তাদের বুকে জড়িয়ে নিতে শিখুন।


কারণ আজ যে মেয়েটা আপনার বোন, কাল হয়তো সে অন্য কারো বউ।আজ যে মেয়েটা আপনার স্ত্রী,কাল হয়তো সে অন্য কারো মা।


আপনার সংসারের মূল্যবান ব্যক্তিটি যখন অন্য কারো কাছে অবহেলায়,অনাদরে থাকবে সত্যিই আপনার ভালো লাগবেনা তাইনা!


তাই অন্যের জায়গায় নিজেকে চিন্তা করে অন্তত মেয়েদের আবেগ,অনুভূতি,ইচ্ছে গুলো প্রাধান্য দিতে শিখুন।


দেখবেন একটা সময় আপনার প্রেমে পড়তে সে বাধ্য হবে।তখন এমন কারো সাধ্য হবেনা আপনাদের ভালোবাসার অবমূল্যায়ন করার।


"ভালো থাকুক প্রতিটি মেয়ে"

"ভালো থাকুক তাদের প্রিয় মানুষ"

"ভালো থাকুক তাদের সুন্দর সংসার"

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি