নাটোরে সিংড়ায় ৫০কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ, আটক ২

 




মনজুরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের সিংড়ায় প্লাস্টিকের কেরেটের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার, একটি ট্রাক জব্দ ও ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। নাটোর ক্যাম্প (সিপিসি-২) র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে সিংড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে জামতলী বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ  হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  কুমিল্লার মুরাদনগর থানার গোকুল নগরের আবুল খায়েরের ছেলে মোঃ জিলানী (২৪) ও মৃত শাহাআলম এর ছেলে মোঃ আনিচ মিয়া (৩৮) কে আটক করা হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকে রাখা প্লাস্টিকের ১৫০টি ক্যারেটে থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি