নাটোরের লালপুরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।






মনজুরুল ইসলাম

 স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের অপসারণ, নিয়মতান্ত্রিক ও সুষ্ঠভাবে নতুন ম্যানেজিং কমিটি পরিচালনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে

 বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মাস্টার, অভিভাবক হাফিজুর রহমান, শামীম আহমেদ প্রমূখ। মানববন্ধন শেষে এলাকায় তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আসার পরে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির সাথে যোগসাজেশে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এছাড়া নিয়ম বহির্ভূত কমিটি করা হয়েছে। যার কারনে প্রতিষ্ঠানটি নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় প্রধান শিক্ষকের অপসারণ ও পুনরায় কমিটি গঠনের দাবি জানান।

তবে অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেন, তার বিরদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। নিয়ম মেনেই কমিটি করা হয়েছে। একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি