বীরগন্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী পূজা কমিটির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে উৎসব মুখর পরিবেশে উৎযাপন হচ্ছে ঐতিহ্যবাহী "কাঁদা খেলা"






 নিউজ ডেস্ক 

দৈনিক বঙ্গ দর্পন


বীরগন্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী পূজা কমিটির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে উৎসব মুখর পরিবেশে উৎযাপন হচ্ছে ঐতিহ্যবাহী "কাঁদা খেলা"

সনাতনধর্মাবলম্বী সম্প্রদায়ের পূরনো এক ঐতিহ্যের নাম কাঁদা খেলা।কালের পরিবর্তনের স্রোতধারায় বিলুপ্তির পথে এই খেলা।

কিন্তু চাইলেইতো আর এত সহজে হারাতে দেয়া যাবেনা এই ঐতিহ্য ও সংস্কৃতিকে।তাই ডাবরা জীনেশ্বরী পূজা কমিটির কিছু উৎসাহী যুবকের  নীরলস প্রচেষ্টায় উৎসব ও উদ্দিপনায় পালিত হচ্ছে "কাঁদা খেলা"।

উক্ত খেলার উদ্ভোদন করেন পূজা উৎযাপন কমিটির সম্মানিত সভাপতি শ্রী দধি নাথ রায়।

এ সময় উপস্থিত ছিলেন ১১ নং মরিচা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব,শ্রী দেবেশ চন্দ্র রায়।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ এর দিনাজপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃমোশারফ হোসেন রুবেল সহ হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদের অসংখ্য ব্যক্তিবর্গ।

অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার বক্তব্যে জানান,আমি যতদিন এই পৃথিবীতে অত্র ওয়ার্ডএর সকল মানুষের ভালবাসায় বেঁচে থাকবো ততদিন পুরনো কোন ঐতিহ্যকে এত সহজে সমাজ থেকে হারীয়ে যেতে দিবোনা।

জনাব,মোঃমোশারফ হোসেন রুবেল তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন সে যুব সমাজের যাদের নিরলস প্রচেষ্টার বিনিময়ে আজও ধর্মীয় প্রিতি ও ঐতিহ্য উজ্জীবিত আছে সকলের হৃদয়ে।তিনি তার বক্তব্যে আরো বলেন

ডাবরা জীনেশ্বরী সার্বজনীন পূজা কমিটির অন্যতম সদস্য জনাব শ্রী সুবাস চন্দ্র রায় ও মুকুল চন্দ্র রায় এর মত উৎসাহী যুবকের জন্য আজও ধর্মীয় সম্প্রিতী অটুট রয়েছে আমাদের সমাজে।সুবাস হলো যুব সমাজের অহংকার আমরা চাই সুবাস চন্দ্র রায় এর মত করে সমাজের সকল যুব সমাজের যদি মানুষিকতা এমন ধর্ম পরায়ন হয় তবেই যুগ হতে যুগান্তর টিকে থাকবে আমাদের এই ধর্মীয় সম্প্রতি ও সংস্কৃতি। 


Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি