উৎসব মুখর পরিবেশে চলছে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ।
শরিফুল ইসলাম
পাবনা জেলা প্রতিনিধি
দৈনিক বঙ্গ দর্পন
আজ ১০ ই সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব আব্দুল মান্নান এর নেতৃত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম শাহাবুদ্দিন টুটুল ও মোখলেছুর রহমান মুকুল' র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ শ্রমিক দের বাধভাঙ্গা উল্লাশ এই নির্বাচন কে ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ৭ বছর পরে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার সংখা ২,৪৮৭ জন এবং ১৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ গ্রহণ করছে ৩৪ জন প্রার্থী। ভোট অনুষ্ঠিত হচ্ছে ৫৯ টি গোপন বুথ ও ২৯ জন স্থানীয় শিক্ষক দ্বারা ভোট গ্রহণ করছেন।
ভোট গ্রহণ শুরু হওয়ার ২ ঘন্টা পরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন বেড়া উপজেলা সহকারী নির্বাহী অফিসার (ভুমি)রিজু তামান্না। পর্যবেক্ষন শেষে তিনি সাংবাদিক দের বলেন, অতি সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এত সুন্দর নির্বাচন আয়োজন করায় নির্বাচন পরিচালনা কমিটি কে ধন্যবাদ জানান তিনি।
নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী। এ সময় নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে
তিনি বলেন, আমাদের থানা পুলিশ সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত আছেন। সেই সাথে যেকোন ধরনের বিশৃঙ্খলা মুক্ত নির্বাচন সম্পন্ন করতে সকল প্রার্থী, এজেন্ট ও সমর্থকদের সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব আব্দুল মান্নান, সিনিয়র সদস্য এস এম শাহাবুদ্দিন টুটুল ও মোখলেছুর রহমান মুকুল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন পরে একটি অংশ গ্রহণ মুলক নির্বাচন অনুষ্ঠিত করতে পেরে আনন্দিত। এখন নির্বাচিত কমিটির নিকট দ্বায়িত্ব অর্পণের মাধ্যমে নিজেদের দ্বায়িত্ব সম্পন্ন করতে চাই। সেই নির্বাচনে সার্বিক সহযোগিতা করায় বেড়া উপজেলা প্রশাসন, আমিনপুর থানা পুলিশ ও সাংবাদিক দের বিশেষ ভাবে ধন্যবাদ জানান তারা।
Comments
Post a Comment