রসিক নির্বাচনে ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীমের প্রচারণা

 



শরিফা বেগম শিউলী 

স্টাফ রিপোর্টার 

দৈনিক বঙ্গ দর্পন 

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ৩২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আগামী নির্বাচনের পদপ্রার্থী লাটিম মার্কার মোঃ মাহাবুব মোর্শেদ শামীম।


৩২ নং ওয়ার্ডটি বড় রংপুর, আরাজি তামপাট, ক্ষুদ্র তামপাট, নগর মীরগঞ্জ, কাইদাহারা, তেলীপাড়া, মিয়াটারী, তালুক তামপাট, পাঁচ মাইল শরেয়ার তল এলাকা পর্যন্ত অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩,৬০৫ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৫ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৫ জন।


মোঃ মাহবুব মোর্শেদ শামীম গত পাঁচ বছরের সফল কাউন্সিলর। এবার তৃতীয় বারের মতো তিনি লাটিম মার্কা নিয়ে নির্বাচন করছেন। 


বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর ২২) সকাল থেকে শরেয়ার তল, বড় রংপুর, কাইদাহারা এলাকায় বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।


এ সময় মোঃ মাহাবুব মোর্শেদ শামীম বলেন, আমি সকলের কাছে লাটিম মার্কার জন্য ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘুরছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলবে। জনগণ যদি আমাকে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে। তাহলে আমার অসমাপ্ত রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও ওএমএস এর কার্ড বিনামূল্যে প্রদান করব। এই ৩২ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। সেজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও শামীমের শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি