মানবতার পাশে "দৈনিক বঙ্গ দর্পন"ব্লগ পরিবার।

 



মানবতার পাশে "দৈনিক বঙ্গ দর্পন"ব্লগ পরিবার।

প্রধান কার্যালয়

দৈনিক বঙ্গ দর্পন

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের তাৎপর্য ও গুরুত্বের দিক বিবেচনা করে ''দৈনিক বঙ্গ দর্পন''ব্লগ এর প্রধান কার্যালয়ে গত ৩০/০৩/২০২৪ খ্রীস্টাব্দে অনুষ্ঠিত ভার্চুয়াল মত বিনিময় সভায় এক'' মানুষ ও মানবতা '' নামক কর্মসূচীর এক সিদ্ধান্ত  গৃহীত হয়।সিদ্ধান্তে উল্লেখিত বিষয় এর মধ্যে দৈনিক বঙ্গ দর্পন ব্লগ এর পরিচালক মোঃমোশারফ হোসেন রুবেল বলেন,যেহেতু দৈনিক বঙ্গ দর্পন ব্লগটি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সকল প্রচলিত নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে সুনামের সঙ্গে ব্লগ পরিচালনা করে আসছে,তাই এই সুনাম এর কথা বিবেচনায় এনে সমগ্র বাংলাদেশ এবং প্রবাস থেকে যুক্ত দৈনিক বঙ্গ দর্পন এর সংবাদ কর্মীগন ও পাঠক/পাঠীকাদের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান এর লাইলাতুলকদর  এর রাতে এবং পবিত্র ঈদুল ফিতরে জন্য অসহায়,দুস্ত ও মানবেতর জীবনযাপন করা মানুষের জন্য খাদ্য ও বস্ত্র বিতরন কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হলো।

সম্পাদকীয় কলামে তিনি সকল সংবাদ কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তাদের অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ত্যাগ এর জন্য দৈনিক বঙ্গ দর্পন পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনাব,মোঃমোশারফ হোসেন রুবেল বলেন,যেহেতু দৈনিক বঙ্গ দর্পন কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন বিগত দিনেও করেনি কিংবা পরিচয় পত্র প্রদানের জন্য কোন প্রকার অর্থও গ্রহন করেনি কোন সংবাদকর্মীদের কাছ থেকে তাই প্রত্যেকের কাছে একটাই দাবী আপনারা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে পবিত্র মাহে রমজানে ও পবিত্র ঈদুল ফিতরে অসহায়,দুস্ত,মানবেতর জীবন যাপন করা পরিবারদের জন্য কিছু করুন।

আপনারা চাইলে দৈনিক বঙ্গ দর্পন এর ব্যানারেও সাহায্য সহোযোগিতা করতে পারেন,,সে ক্ষেত্রে আপনার সহোযোগিতার অর্থ কিংবা বস্ত্র অথবা খাদ্য প্রেরন এর পূর্বে দৈনিক বঙ্গ দর্পন এর  হেল্পলাইন নাম্বার-+৮৮০১৭২৯৯৫১৮১৮ এ যোগাযোগ করবেন।কিংবা আপনাদের পরিচিত কোন ব্যাক্তিগন যদি মানবতার মুক্তির লক্ষে আমাদের সাথে থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করতে চায় তাহলে তার নাম,বর্তমান ঠিকানা এবং সাহায্যের প্রকার উল্লেখ করে সংবাদ প্রকাশনা গ্রুপ এ প্রেরন করবেন।

আর যে সকল সংবাদকর্মী ভাই ও বোনেরা এখনো দৈনিক বঙ্গ দর্পন ব্লগ থেকে নিয়োগ এবং পরিচয় পত্র সংগ্রহ করেননি তারা নিচের দেয়া ইমেইল এ ব্যাক্তিগত পরিচয় পত্রের  অনুলিপি এবং পাসপোর্ট সাইজের মার্জিত ছবি প্রেরন করবেন।

"" আমাদের ক্ষুদ্র প্রয়াশ মানবতার মুক্তিতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পৃথিবীকে ইনশাআল্লাহ""

ইমেইল:doinikbongodorpon24@gmail.com

Helpline number:+8801729951818

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি