বন্যার্তদের পাশে দৈনিক বঙ্গ দর্পন ব্লগ পরিবার

 



বন্যার্তদের পাশে দাঁড়ান *

প্রধান কার্যালয়

দৈনিক বঙ্গ দর্পন

দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। তাদের থাকার মতো জায়গা নেই, খাওর জন্য খাদ্য নেই। নেই ঔষধ, নেই চিকিৎসা। লক্ষ লক্ষ অসহায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ একটু সাহায্যের আশায় তাকিয়ে আছে। সেসকল বন্যার্তদের সহযোগিতায় সকলের নিকট মানবিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি। দয়া করে বন্যার্তদের সাহায্যে আপনারা যে যার অবস্থান থেকে সামর্থ্যানুযায়ী এগিয়ে আসুন। আপনাদের একটু সাহায্যে বেঁচে থাকার আশা খুঁজে পাবে লক্ষ প্রাণ।


* বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম *

বর্তমানে দেশের অনেক স্থান বন্যাকবলিত এবং অনেক স্থানের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। সার্বিক বিবেচনায় আমরা শুরুতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করব। যদি আমরা সকলের নিকট থেকে সাড়া পাই তাহলে পরবর্তীতে অন্যান্য জেলা উপজেলাতেও আমরা এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব।


* আমাদের সম্পর্কে *

আমরা দৈনিক বঙ্গ দর্পন ব্লগ  পরিবার এই কার্যক্রমের সকল দায়-দায়িত্ব গ্রহণ করবো। দৈনিক বঙ্গ দর্পন  একটি জনপ্রিয় অনলাইন সংবাদ ব্লগ এবং প্রবাসীদের একটি বৃহৎ পরিবার। সামাজিক দায়বদ্ধতা ও মানবতার দিক থেকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই উদ্যোগে আপনাকে ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন:-

https://dailybongodorpon24.blogspot.com

* কার্যক্রম ও তহবিল সংগ্রহ *

১৯ জুন ২০২৪ হতে আমরা এই কার্যক্রম শুরু করছি এবং ২৫ জুন ২০২২ পর্যন্ত আমাদের নিজস্ব তহবিল সহ সামর্থ্যবান জনগণের নিকট থেকে তহবিল সংগ্রহ করবো। অতঃপর ২৬ জুন ২০২২ হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত আমরা দুর্গত এলাকা গুলোতে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিব।

* যেভাবে অংশগ্রহণ করবেন *

আপনি ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিকভাবে যে কোন পরিমাণ আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন আমাদের নিম্নে উল্লেখিত ব্যাঙ্ক অথবা মোবাইল ব্যাংকিং মাধ্যমগুলোতে। অতঃপর নিচে উল্লেখিত মাধ্যমগুলোর মাধ্যমে আপনার অনুদান সম্পর্কে আমাদের অবগত করবেন। আমরা প্রতিদিন মোট সংগ্রহীত তহবিল সম্পর্কে ঘোষণা দিয়ে দিবো, এছাড়াও অনুদান প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে তাদের অনুদান সম্পর্কিত সংবাদ আমাদের সংবাদপত্রে প্রকাশিত হবে।


* অনুদান পাঠানোর মাধ্যম *

- বিকাশ (পারসোনাল) নাম্বার:

 0171633822 

- নগদ (পারসোনাল) :

 01729951818

- ব্যাংক একাউন্ট:

 EXIM bank 

A/C Name: MD.Mosharouf Hossain Rubel 

A/C No: 0112005795451

Branch : Mouchak(Gazipur )

--- 

Pubali Bank

A/C Name:MD.Mosharouf Hossain Rubel 

A/C No:4882101009153

*** বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই তহবিল পাঠিয়ে নিচের যে কোন একটি মাধ্যম ব্যবহার করে তা নিশ্চিত করবেন এবং লেনদেন সম্পর্কিত স্ক্রিনশট সংরক্ষণ করবেন ***


* অনুদান পাঠানো নিশ্চিতকরন এবং তথ্য অনুসন্ধান *

- সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ:

+8801729951818

- ইমেইল:

kfrubel13@gmail.com

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি