বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

 


বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

নিউজ ডেস্ক

দৈনিক বঙ্গ দর্পন 

বাংলাদেশের রাজনীতিতে "জাতীয় প্রগতিশীল পার্টি"(NPP) নামে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার,প্রচারণার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ এর বিভিন্ন জেলা,উপজেলা থেকে সদস্য সংগ্রহ পক্রিয়া চলমান রয়েছে।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এর বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন,"জাতীয় প্রগতিশীল পার্টি"র মুখপাত্র মোঃমোশারফ হোসেন রুবেল।

দৈনিক বঙ্গ দর্পন এর সাথে বিশেষ আলাপচারিতায় তিনি জানান,

দেবব্রত গোস্বামী অপূর্ব(ডি.জি অপূর্ব) কে কেন্দ্রীয় নির্বাহী আহবায়ক করে,আরো কয়েকজন মানবতাকামী দেশ প্রেমিকদের সার্বিক তত্বাবধানে সমগ্র বাংলাদেশ এর প্রতিটি বিভাগ,জেলা,উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে যোগ্যতা ও দেশ প্রেমের আদর্শের ভিত্তিতে কমিটি গঠন প্রক্রিয়া চলছে।

দেশে এতোগুলো রাজনৈতিক দল এর অস্তিত্ব থাকা পরেও নতুন করে কেন রাজনৈতিক দল তৈরী করা হলো,এমন প্রশ্নের জবাবে,দলটির মুখপাত্র মোঃমোশারফ হোসেন রুবেল বলেন,

""দেখুন একেক রাজনৈতিক দল এর মতাদর্শ একেক রকম,আমরা কোন ব্যাক্তি স্বার্থ রাজনৈতিক মানুষিকতা নিয়ে জনসেবার মত পবিত্র উদ্দেশ্যে আত্মপ্রকাশ করিনি।আমরা চাই স্বাধীনতার সার্বোভৌমত্ব্য রক্ষায় দেশের প্রতিটি মানুষের সমান অগ্রাধিকার থাকবে,দেশের সর্বস্তরের জনগন নির্ভয়ে  স্বাধীন ভাবে মত প্রকাশ করবে।

নাগরিক হিসেবে প্রতিটি মৌলিক অধিকার আদায় এর ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা থাকতে হবে প্রতিটি জনগনের।

আমরা চাইনা বাংলাদেশ এর কোন মানুষ অন্যায়ের একনায়কতন্ত্রের কুন্ঠিত প্রজা হয়ে থাকুক।"

আগামী সংসদ নির্বাচন এর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,,

"" জুলাই গনঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে,দেশের অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে,দেশের অর্থনৈতিক ব্যাবস্থার অবনতি হয়ছে,বিশেষভাবে দেশের প্রশাসনিক ব্যাবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়ছে।

দেশের এমন একটা ক্রান্তিলগ্নে দেশকে সংস্কার না করে সংসদ নির্বাচনের মত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর জন্য উপদেষ্টা পরিষদকে চাপ প্রয়োগ করাটা বোকামী এবং হাস্যকর।

আমরা চাই দেশের প্রতিটি মানুষ দেশের  দেশের প্রচলিত আইন,প্রশাসন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান উপদেষ্টা পরিষদকে দেশের সার্বিক উন্নয়ন সাধনে সহযোগিতা করুক।দেশের প্রতিটি স্থানে সংসদ নির্বাচনের মত পরিস্থিতি সৃষ্টি হলেই নির্বাচন বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হোক।

তবেই দেশের প্রতিটি নাগরিক স্বাধীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ পরিচালনার মত গুরুত্বপূর্ণ যায়গায় যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচন করতে পারবে ইনশাআল্লাহ। ""

তিনি আরো বলেন "জাতীয় প্রগতিশীল পার্টি(NPP)" র নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে,আমাদের একাগ্রতা ও প্রচেষ্টা যদি ঠিক থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি সংসদীয় আসনে আমাদের দলের ব্যানারে যোগ্য, আদর্শবান এবং প্রকৃত দেশপ্রেমিকরা নির্বাচনে অংশগ্রহণ করবে।""

জনাব,মোঃমোশারফ হোসেন রুবেল বলেন,জাতীয় প্রগতিশীল পার্টি(NPP)তে, রাষ্ট্রদ্রোহী,আইন ও সংবিধান অমান্যকারী কোন ব্যাক্তির যায়গা হবেনা"

"জাতীয় প্রগতিশীল পার্টি(NPP)"র কেন্দ্রীয় নির্বাহী আহবায়ক জনাব,দেবব্রত গোস্বামী অপূর্ব,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব তারেক হাওলাদার,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব,মোঃরিফাত আহমেদ সহ প্রত্যেকেই সার্বোভৌমত্ব রক্ষায় বদ্ধ পরিকর।এমন রাজনৈতিক আদর্শবান নেত্রীত্বে দেশ এক সময় ঐক্য,শাম্য এবং শান্তির পতাকাতলে  থাকবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই ""জাতীয় প্রগতিশীল পার্টি(NPP)""র আত্মপ্রকাশ। 


Comments

Post a Comment

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি