সমাজের পরিবর্তন আমাদের হাতেই



সমাজের পরিবর্তন আমাদের হাতেই

রিফাত আহমেদ

রাজনৈতিক বিশ্লেষক

দৈনিক বঙ্গ দর্পন 

যতদিন  আমরা বদলাবো না, ততদিন কিছুই বদলাবে না।"


আমরা অভিযোগ করি—সমাজটা খারাপ, মানুষ স্বার্থপর, অন্যায় বাড়ছে, কেউ কারও পাশে দাঁড়ায় না। কিন্তু একবারও কি ভাবি, আমরা নিজে কী করছি?


রাস্তায় একজন বৃদ্ধ সাহায্য চাইলে মুখ ফিরিয়ে নিই, অন্যায় দেখে চুপ থাকি, আর নিজের স্বার্থে অন্যকে টপকে যাওয়া এখন বুদ্ধিমত্তা মনে করি। তারপর আবার প্রশ্ন করি—এই সমাজ এত অমানবিক কেন?


সমাজ মানে কেবল নেতা, সরকার বা আইন নয়। সমাজ মানে আমি, আপনি, আমরা সবাই।

আমাদের আচরণ, আমাদের নীতি, আমাদের নীরবতা—সবকিছু মিলে গড়ে তোলে এই সমাজ।


একটা মানুষ যদি প্রতিদিন নিজের জায়গা থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করে, তাহলে একদিন এই সমাজটাই বদলে যাবে।

আমরা সবাই যদি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, একটা অসহায়ের পাশে দাঁড়াই, একটা সততার গল্প গড়ি—তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর সমাজ পাবে।


চলো, বদলটা নিজের থেকেই শুরু করি। কারণ সমাজ শুধু দেখার নয়—তাকে গড়ার দায়িত্বও আমাদের।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি