রোগীর মৃত্যুর ঘটনা জানাতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদ সম্মেলন
রোগীর মৃত্যুর ঘটনা জানাতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদ সম্মেলন শরিফা বেগম শিউলী রংপুর জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সম্প্রতি ঘটে যাওয়া এক রোগীর মৃত্যুর ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা, চিকিৎসকবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিগণ। সংবাদ সম্মেলনে রংপুর কমিউনিটি হাসপাতালের এম. ডি নাজমুল হাসান সরকার লিখিত বক্তব্য পাঠ করে জানান, গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া এলাকার ৫৫ বছর বয়সী মোকসেদুল ইসলাম নামের এক রোগীর মৃত্যু পরবর্তী কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বক্তব্যে জানানো হয়, রোগী মোকসেদুল ইসলাম ৫ নভেম্বর বুকের ব্যথা ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাহিদ বসুনিয়া-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছ...