বীরগঞ্জ ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে ৪জন নিহত ও ৫ জন আহত

 


বীরগঞ্জ ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে ৪জন নিহত ও ৫ জন আহত


মো. মিজানুর রহমান মিজান

 দিনাজপুর জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

আজ সোমবার ১৯শে মে সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় ঘটনাস্থলে দিনাজপুর ট্রেজারী অফিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩২) নিহত হন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।


এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।


বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।


দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি