দোষটা কার ছিলো?

 



স্বপ্ন ছোয়া

কাব্য লেখিকা 

দৈনিক বঙ্গ দর্পন

আজ অনেক দিন পর হঠাৎ করেই মনে পড়লো তোকে...

দোষ আমার নয়, দোষটা হল মুঠো ফোনের স্ক্রিনের, 

হঠাৎই তারিখের উপর চোখটা গেলো আটকে ;

নিজেকে নিজেই কথা দিয়েছিলাম, আর কখনোই তোকে করবো না মনে, 

কারণ তুই চলে যাবার পর... 

নিজেকে, নিজের সামলে নিতে বেশ কষ্ট হয়েছেরে,

না ভুল বললাম, তুই কখনোই ছেড়ে যাসনি আমাকে

ছেড়েছি তো আমি তোকে,

তাইতো হাজারো কাজে থেকেছি ডুবে

যেন তোকে কখনোই আমার মনে না পড়ে,

সারাদিন অফিস করে, রাতের বেলা আজও তোকেই মনে পড়ে,,

তারপর বিছানাতে শরীরটা এলিয়ে দিলেই হল, ব্যাস... 

কখন যে ঘুমের দেশে পাড়ি দেই নিজেই জানি না,

আবার সকালে ডিউটি শুরু হয়...

এভাবেই এখন সময় চলে যায়, 

কাউকে নিয়ে ভাবার সত্যিই অবকাশ মেলে না আর।

নিজেকে অনেকটা যন্ত্রে পরিনত করেছি

যেখানে মন বলে কিছু নেই,

যেন কোন ব্যথা, দুঃখকষ্ট, বিচ্ছেদ কোন কিছুই অনুভূতির আশংকা তৈরী করতে না পারে হৃদয়ে,

ভালোই আছি তো, চলে যাচ্ছে দিন

" তুই " নামক জানপাখি বিহীন, 

নাহ্ রাগটা নয় তোর উপর

যত রাগ সব নিজের সাথেই নিজের,

তুই তো কিছুই জানতিস না, এমন কি আজ অবধি নয় ;

তাইতো তুই আজ অন্যের, অন্য কারো ভীষণ কাছের প্রিয়,

সেই ছোট বেলা থেকেই তুই ছিলিস আমার বন্ধু

নিজেই বুঝিনি বন্ধু থেকে তুই কবে আমার জানপাখি হয়ে গিয়েছিলি...!!

ভালোবাসার সাথে,সাথে অভ্যাসে মিশে ছিলিস তুই

পৃথিবী হয়ে গিয়েছিলি, তোকে ছাড়া আর বুঝিনি কিছুই,

সকালের শুরুতে তুই,ক্লাসের ফাঁকে তুই,সকল আড্ডাতে তুই, দিনের শেষেও তুই ;

"তুই" ময় হয়েছিলিস আমার পুরোটাই,

তবু কখনো বলতে পারিনি তুই আমার কি ছিলি...!!

কারণ, আমার প্রতি তোর ভালোবাসার কোনো অনুভূতিই কখনো দেখিনি,

অনেক কষ্ট হয়েছিল যেদিন বলেছিলি তোর বিয়ে....

তবু তোকে বুঝতে দেইনি ভিতরের ক্ষতটা

রক্তাক্ত হৃদয় গভীর হয়ে পুড়ছিল কতটা...!!!


আমি জানি তুই খুঁজেছিলিস অনেক করে আমাকে. 


আমি এও জানি তুই আজও খোঁজ করিস আমাকে অন্য বন্ধুদের কাছে ;

মাঝে, মাঝে অনেকেই ফোনালাপে সেকথাও আমাকে বলে,

কিন্তু, আমি কোথায় আছি..?

আজও কেউ জানে না ;

তাই তোকেও কেউ বলতে পারে না, আমার সঠিক ঠিকানা,

থাক না তুই তোর পৃথিবীতে ভালো

আমার মত অপদার্থকে মনে করে সময় নষ্ট করিস আর কেন?

সবার ঘরে বসন্ত এলেও আমার ঘরে আজও গ্রীষ্মের খরা

তোকে ছাড়া কোনদিন কিছু ভাবতে পারিনি আজও পারি না,

মা, মাঝে মাঝে ফোন দিয়ে কান্নাকাটি করে.

বলে,আজও কেন বিয়ে করি না?

চুলগুলোতে পাক ধরেছে বয়সতো আসলে কম হল না,

কি আর করব?

 বল..তোকে ভুলতে গিয়ে, নিজেকেই যে ভুলে বসে আছি 

তাই, ফাগুনের হাওয়া আর কখনোই যে গায়ে লাগেনি,

মন থেকেই দোয়া করি তুই ভালো থাকিস যেন সবসময়...

কারণ, তোর কোনই দোষ ছিল না, যা ছিল সবটাই আমার। 

আমার একটা তুই ছিলিস, আছিস, থাকবি.

বল, তোকে কি করে ভুলিরে?

অভিমান কখনোই ছিল না তোর উপরে

যা ছিল, আছে, সবটাই যে এই বোকা আমিটাকে ঘিরেই থেকে যাবে!!

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি