মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের অভিযানে ৫ লিটার বাংলামদসহ গ্রেফতার এক।

 



মোঃমোশারফ হোসেন রুবেল 

ক্রাইম রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৫ লিটার  বাংলামদসহ ১ জনকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বিশ্ব মসজিদ কবরস্থান সংলগ্ন ফাঁকা মাঠের পুর্ব পাশে অবৈধ মাদকদ্রব্য  দেশীয় চৌলাই ক্রয় বিক্রয় কালে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই মো: নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অবৈধ দেশীয় মাদকদ্রব্য ৫ লিটার চৌলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেন।

আটককৃত মোঃ শাওন আহম্মেদ শান্ত (২২)কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার শাহাপাড় গ্রামের জুয়েল মিয়ার ছেলে। বর্তমানে তেঘরীয়ার কান্দাবাড়ি গিয়াসউদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া । 

শেখরনগর তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর (এসআই) মো: নজরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ লিটার বাংলামদসহ তাদের আটক করা হয় । আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি