মুক্তির অপেক্ষায় সফল নির্মাতা এস.এম.শফিউল আযমের "উদীয়মান সূর্য "








বিনোদন ডেস্ক 

দৈনিক বঙ্গ দর্পন

 “উদীয়মান সূর্য” একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র । মহান মুক্তিযেুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বাণিজ্যিক ঘারানার থ্রিলার চলচ্চিত্র “উদীয়মান সূর্য”। নির্মাতা হিসাবে আমি এস.এম. শফিউল আযম বলতে চাই এই  “উদীয়মান সূর্য”  সিনেমাটি আমার স্বপ্ন। অতি যত্নে সময় নিয়ে সিনেমাটি আমি নির্মাণ করছি।  আমি আমার মধ্যে মুক্তিযুদ্ধকে লালন করি। মুক্তিযুদ্ধ আমাকে শিহরিত করে এবং সেই দেশ প্রেমের জায়গা থেকেই মূলত এই সিনেমাটি নির্মাণের প্রয়াস।  “উদীয়মান সূর্য”  এই সিনেমাটির কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা  করেছি আমি নিজেই।

 সিনেমাটি ২০১৫ সালে শুরু হলেও ২০২০ সালের জানুয়ারী মাসে সম্পূর্ণ  নতুনভাবে রি-সুট করেছি। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে কাজ বিলম্বিত হয়েছে। সকল পোষ্ট প্রডাকশনের কাজ শেষে ডিসেম্বর ১০ তারিখের পর সেন্সর করার জন্য জমা দেওয়া হবে ইনশাআল্লাহ। যথা সময়ে সেন্সর লাভ করতে সক্ষম হলে আগামী মার্চ ২০২২ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করার প্রত্যাশা রয়েছে। 

বর্তমানে সিনেমাটিতে সাদমান সামীর ও কান্তানুর কে জুটি হিসাবে দেখা যাবে । অনেকেই আমাকে বলছেন ভাই সিনেমাটি কবে দেখতে পাবো। আমি দর্শক ও শুভনুধায়ীর উদ্দেশ্যে বলছি আপনারা ধৈয্যহারা হবেন না ভালো কিছুর জন্য সময় একটু বেশি দিতে হয়, আশা করি আপনাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে  “উদীয়মান সূর্য” । গল্প, গান, অভিনয় ও নান্দনিক নির্মাণে দর্শক নন্দিত হবে এই সিনেমাটি। সিনেমা হল থেকে দর্শক গান গাইতে গাইতে বের হবে আশা করি।

সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত সাদমান সামীর, কান্তাণুর এবং আনোয়ার সিরাজী, এবিএম সোহেল রশীদ, গুলশানারা পপি, শাহেলা, ওবিদ রেহান, শিউলী জামান, সাজ্জাদ সাজু, শিশির আহম্মেদ, আহাম্মেদ সাজু, তামান্না জুলি, জুলফিকার চঞ্চল, সাদিয়া আফরিন, বাবলু রাজা, গিট্টু আজিজ, বিল্লু, এনায়েত রাজীব, আমীরুল ইসলাম, আসলাম আলী, আজম খান, সেনা মুরসালিন, রাশেদ ভূ্ইয়ান, লাভলী আক্তার, পিন্টু আকনজী, নাজিরুল ইসলাম, মিস্টি হাসান, আলীনুর, রুবেল, বিপুল, জাফর আহম্মেদ, সুনিল দা, মাসুদ, শহীদুল, সোহেল জয়, রাজু আহমেদ, সরদার জহুরুল, সাথী আক্তার সহ আরো অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার আমিরুল ইসলাম (বাপজানের বায়োস্কোপ)। তার কথা ও সুরে এই সিনেমাটিতেও একটা গান রয়েছে “আগুন ছোয়া জীবন আমার কয়লা কালো দেহ”। সবার দোয়া প্রত্যাশী। বাংলা সিনেমার জয় হোক।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি