মানবতার ফেরিওয়ালা ও মোল্লাকান্দি এলাকা বাসির প্রিয় মানুষ হাজী মোঃরিপন হোসেন।





ওসমান গনি 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

মুন্সীগঞ্জের তৃতীয় ধাপে ইউপি নির্বাচন জমে উঠতে শুরু করেছে।গ্রামের দোকান গুলোতে চায়ের কাপে ঝড় তুলছেন সাধারণ ভোটাররা,এ সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে তাদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। তারই ধারাবাহীকতায় শনিবার(২০নভেম্বর)   শনিবার     সকাল থেকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামসহ প্রতিটি মহল্লায় মানুষের ঘরে ঘরে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান পদো প্রার্থী হাজী মোঃ রিপন হোসেন।দলটির মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রবীন ও ত্যাগী এই নেতা যেখানেই যাচ্ছে জনস্রোতে পরিনিত হচ্ছে গণসংযোগ।সাধারণ ভোটারদের সারাও পাচ্ছেন ব্যাপোক ভাবে।

এক প্রশ্নের জবাবে হাজী মোঃ রিপন হোসেন বলেন, আমি মোল্লাকান্দি গ্রাম এর সন্তান সব সময় মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি।এবার আমাকে তৃণমূল এর নেতকর্মীদের ভালোবাসায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন এ নৌকার মাঝি মনোনীত করেছেন দল থেকে।আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মোল্লাকান্দি ইউনিয়ন টিকে গ্রাম থেকে শহরে রুপান্তরিত করি।এ সময় উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়নের সকল এলাকাবাসী।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি