"আমি এই বাংলার সন্তান "

 




"আমি এই বাংলার সন্তান "

মোঃমোশারফ হোসেন রুবেল

কাব্য লেখক

দৈনিক বঙ্গ দর্পন 



আমি  অন্যায় আর অবিচারের পূজারী নই।

আমি রাষ্ট্রদ্রোহীতায় বিশ্বাসী নই।

আমি অপরাধের আধারে নিমজ্জিত নই।

আমি বাংলার এ প্রজন্মের রাজাকার,আলবদর এর ভয়ে আতঙ্কিত নই।

আমি এই বাংলার পবিত্র মাটির লালিত সন্তান।

আমি এই বাংলার অর্জিত স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য প্রয়োজনে একবার নয় বার বার লড়াই করবো।।

শুধু আপনারা স্বাধীন বাংলাদেশের প্রচলিত নিয়ম মেনে, দেশের সাংবিধানিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে,মুক্তি যুদ্ধের চেতনায় নিজেকে জড়িয়ে রাখতে পারেন তবেই রচিত হবে দেশ প্রেমের মহান দৃষ্টান্ত। 

আপনারা প্রত্যেকে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের  সেই মহান ত্যাগকে মানুষিকতায় ফুটিয়ে তুলুন দেখবেন,,

একবার নয়,সহস্র বার আপনি অন্যায় আর অবিচারে লিপ্ত এ যুগের স্বাধীনতা বিরোধী রাজাকার,আলবদর এর বিরুদ্ধে মুজিব সেনা হয়েই প্রতিরোধ গড়ে তুলবেন।

তবেই আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে পারবো সুন্দর ও সুগঠিত সভ্য সমাজ।।

লেখক -----


Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি