নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রসূলবাগ সামাজি কবরস্থান এর উন্নয়ন প্রকল্পের কাজ





মোঃমোশারফ হোসেন রুবেল 

ক্রাইম রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

 নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রসূলবাগ সামাজি কবরস্থান এর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে,কবরস্থান সীমানার কচুরিপানা উত্তোলন এবং পরিস্কার এর কাজ শুরু।

অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ক সম্পাদক ,তরুন প্রজন্মের জনপ্রিয় মানবতাবাদী নেতা,রসূলবাগের সামাজিক উন্নয়ন এর অন্যতম ব্যক্তিত্ব্য জনাব মোঃসুমন বেপারী কাজের শুভ উদ্ভোদন করেন।

এ বিষয়ে মোঃসুমন বেপারীর কাছে জানতে চাইলে তিনি জানান অতি দ্রুত গতিতে রসূলবাগ সামাজিক কবরস্থান এর সকল উন্নয়ন মূলক কাজ এর সুসম্পন্ন করবো ইনশাআল্লাহ। 

এছাড়াও মোঃসুমন বেপারী অত্র প্রতিষ্ঠানের সাথে সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন সকলের নিরলস পরিশ্রম,প্রচেষ্টা ঠিক থাকলে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রতিষ্ঠানটি অনন্তকাল টিকিয়ে রাখবে পৃথিবীর বুকে(আমিন)

অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে সেচ্ছায় সহায়তা করতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন। 

মোঃসুমন বেপারী 

উন্নয়ন বিষয়ক সম্পাদক 

রসূলবাগ সামাজিক কবরস্থান 

গোলাকান্দাইল,রূপগন্জ,নারায়ণগঞ্জ। 

মোবাইল নংঃ০১৮২৩৪০৪১৬৫

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি