মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও সম্ভ্রম হারা নারীদের প্রতি নিমম্র শ্রদ্ধা।





মোঃমোশারফ হোসেন রুবেল

ক্রাইম রিপোর্টার(টাইমস-বাংলাদেশ)

ক্রাইম রিপোর্টার(দৈনিক আলোর বাংলাদেশ) 

প্রকাশক ও সম্পাদক(দৈনিক বঙ্গ দর্পন)

যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ

দিনাজপুর জেলা কমিটি। 

আহবায়ক  দুর্নীতি দমন নাগরিক আন্দোলন 

দিনাজপুর জেলা কমিটি। 


মহান বিজয় দিবসের শুভেচ্ছা... 


আসুন প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল প্রকার অন্যায়,অবিচার,অসভ্যতা,অশ্লিলতা এবং দুর্নিতি নির্মুলে কাজ করি।।

কারন কারো একক প্রচেষ্ঠায় তিলে তিলে গড়ে ওঠা এই অপরাধের শক্ত দেয়াল ভেঙ্গে ফেলা সহজ নয়।।

এই দেশ আপনার , আমার সকলের,এই দেশ এর অর্জিত স্বাধিনতা আপনার , আমার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সকলের অহংকার।।

তাই এদেশের সার্বভৌমত্ত রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব্য ও কর্তব্য।।

যদি আমরা ধীরে ধীরে আমাদের সচেতনতাবোধ হারিয়ে ফেলি,অচিরেই ধ্বংস হবে আমাদের মানুষত্ব্য আর মানবতাহীন জাতি হিসেবে আমাদেরকে ধিক্কার দেবে সমগ্র বিশ্ব।।

তাই আসুন দেশের প্রচলিত আইন এর প্রতি শ্রদ্ধাশীল হয়ে উপরে ফেলি দুর্নিতির সকল আগাছাকে আর রোপন করি সভ্যতার নতুন বৃক্ষ।।তাহলেই মিলবে মানবতার মুক্তি।।।


Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি