সাতক্ষীরায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে সাদা দুধের কালো ব্যবসা

 



আহসান উল্লাহ  বাবলু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

সাতক্ষীরায় দুধ থেকে ক্রিম তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরির অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পাঠানো হচ্ছে এসব মিস্টি। শহরতলীর তালতলা স্কুলের সামনে এরতাজুলের বাড়ির আঙ্গিনা ভাড়া নিয়ে সেখানে চটার বেড়া দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি এবং নষ্ট মিষ্টান্ন ফ্রিজে সংরক্ষণ করে বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা যাচ্ছে মো. ফারুক হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে আজহারুল ইসলাম দুধ সংগ্রহ করে আনে এবং দুপুরের পর থেকে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ফারুক হোসেন ও তার সহযোগি আজহারুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে ক্রিম উঠানো মেশিনের সাহায্যে ক্রিম আলাদা করে। এরপর ঐ ক্রিম দিয়ে মাখম তৈরি করে প্রতিকেজি ৭০০ টাকা দরে বিক্রি করে এবং ক্রিম তোলা দুধগুলো এলাকায় মানুষের বাড়ি বাড়ি যোগান হিসেবে বিক্রি করে থাকে।

স্থানীয়রা আরো জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরির বিষয়ে প্র্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দীর্ঘদিন ধরে সাদা দুধের কালো ব্যবসা করে ফারুক ও তার সহযোগি আজহারুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সাধারণ মানুষকে দুধের তৈরী সন্দেশ, ঘি, মিষ্টান্ন ও দুধ নামের বিষ খাইয়ে রাতা-রাতি জালিয়াত চক্রটি বনে গেছে আঙ্গুল ফুলে কলাগাছ।

এ বিষয়ে ফারুক হোসেনের মোবাইলে (০১৯৭৬ ৬৮৭৮৮২) একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জয়দেব কুমার সিংহ জানান, অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে মিস্টি উৎপাদন হলে সেটি খুবই দুঃখজনক। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা হয়ে থাকে।

এব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা জানান, এ বিষয়ে প্রণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন। অস্বাস্থ্যকর পরিবেশে যদি মিষ্টি তৈরি করা হয় সে বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি