লালপুরে চরাঞ্চলের যুবকদের আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন

 



মনজুরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের লালপুরের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত বেকার যুবকদের আইসিটি প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।


আজ শনিবার (২ এপ্রিল ) দুপুরে  কলোনী ঈদগাহ্ মাঠ চত্বরে লালপুর উপজেলা আইসিটি ক্লাবের সভাপতি ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো: ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।


বিশেষ অতিথি ছিলেন, লালপুর  থানার অফিসার ইনচার্জ মোহা. মোনোয়ারুজ্জামান । 


এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের (মোবাইল এ্যাপস উন্নয়ন) সহকারী প্রোগ্রমার ও লালপুর উপজেলা আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন কর্মসূচীর ধারণাপত্র ও সারা দেশে আইসিটি খাতের সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার’ ও ‘সরকারের নির্বাচনী ইশতেহার গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন ধরণের আইসিটি বিষয়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে শতভাগ ডিজিটাল সেবার আওতায় আনতে ‘লালপুর উপজেলার চরাঞ্চলের সুবিধা বঞ্চিত বেকার যুবকদের আইসিটি প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি’ নামে একটি কর্মসূচী গ্রহণ করা হয়েছে। লালপুর উপজেলা আইসিটি ক্লাবের সার্বিক সহযোগিতায় কর্মসূচী বাস্তবায়ন করছে আওয়ার্স আইটি।

আইটি উদ্যোক্তা ও  আওয়ার্স আইটির স্বত্ত্বাধিকারী শুভ্র কুমার দাস বলেন, এই কর্মসূচীর আওতায় ৫০ জন বেকার তরুণ-তরুণীকেকে বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে। চরের সাধারণ মানুষের আইসিটি সেবা নিশ্চিত করার লক্ষ্যে চর আইটি সেন্টার/ডিজিটাল সেন্টার স্থাপন করে তাদের দুইজন উদ্যোক্তাকে পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি স্বল্প ব্যয়ে অনলাইন ভিত্তিক সকল নাগরিক সেবা (চাকুরির আবেদন, পরীক্ষার ফলাফল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন, ছবি প্রিন্ট, ফটোকপি, মোবাইল ব্যাংকিং) প্রদান করা হবে।

এ সময় অন‍্যানোর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আ,স,ম মাহামুদুল হক মুকুল,গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম লুলু,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সাবেক  সভাপতি মিজানুর রহমান মিন্টু,লালপুর উপজেলা আইসিটি ক্লাবের উপদেষ্টা আলতাফ হোসেন কুটি প্রমুখ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি