চাদা না দেয়ায় আইনজীবিকে শ্লীলতাহানি ভাংচুর ল অফিস

 



তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন


নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী বাজারের চামাড় পাড়া  মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদার দাবিতে ল চেম্বার   ভাংচুরসহ  লাঞ্চিত  করার অভিযোগে বাদি হয়ে  আদালতে মামলা করেছেন  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম) 

শুক্রবার  বিকাল সাড়ে চারটার দিকে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  কে নিজ ল চেম্বারের সামনে মটর সাইকেল  থামিয়ে লাঞ্চিত  করে,  টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে  ভাঙচুর চালায়।  বিচারক মোঃ শাহীন কবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন  মামলা নং - পি- ২৭/২২। 

আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  জানান, এলাকার সসন্ত্রাসী জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস,জামিনি চন্দ্র রায়, সহ আরো কয়েক জন  মিলে ল চেম্বার  ভাঙচুর করে। 

এই ৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে। 

বাদী পক্ষের আইন জীবি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন আসামি গন যে ধরনের অপরাধ সংগঠিত করেছে  তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে। 

বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য  উদ্বেগ প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি