মুন্সীগঞ্জ সিরাজদিখানে জীবন বৃত্তান্ত জমা দিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মোস্তাক আহমেদ চৌধুরী ।
ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করতে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়া শুরু হয়েছে।
এরই অংশ হিসাবে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় গত বুধবার থেকে শুরু হয়ে এ পর্যন্ত ৫৯জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ বরাবর জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আগামী শুক্রবার পর্যন্ত প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা গ্রহন চলবে।
এরই ধারাবাহিকতায় নৌকা প্রতীক কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সাবেক সিরাজদিখান উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী জীবন বৃত্তান্ত উপজেলা আওয়ামীগ বরাবর জমা দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মোস্তাক আহম্মেদ চৌধুরী উপস্হিত হয়ে সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ হাতে জীবন বৃত্তান্ত তুলে দেন তিনি।
উল্লেখ্য, মোস্তাক আহমেদ চৌধুরীসহ আজ বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ বরাবার সর্বমোট ৬০ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
Comments
Post a Comment