স্বপ্ন ছোয়ার বাস্তবতা

 



স্বপ্ন ছোয়া 

কাব্য লেখিকা 

দৈনিক বঙ্গ দর্পন

মন যার কাছে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দুরে সরিয়ে দেয়,,,

অনেক সময় ভালবাসার পরেও মুখে বলতে হয় ভালবাসিনা

তখন কষ্টে বুকটা ঠিকই ফেটে যায়

তবুও কিছু করার থাকে না,,,,

নিয়তি এমন পরিস্থিতিতে দাড় করায় যেখানে দাড়িয়ে আপন মানুষটার পর হয়ে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করার থাকেনা,

শুধু চোখের জল ঝরতে থাকে,সেটা হয়তো কোনদিন সে জানতেও পারে না,, 

নিয়তির কাছে নিজেকে তখন বড় অসহায় মনে হয়

এই কষ্টটা কেউ কখনো বোঝেনা,,,

                                     এটাই বাস্তবতা


লেখা -সপ্ন ছোয়া

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি