পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়া‌র্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জনপ্রিয় মুখ মোঃশামীম আহমেদ।

 


ওসমান গনি

মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধিঃ

দৈনিক বঙ্গ দর্পন

মুন্সীগঞ্জর সদর  উপজেলার আসন্ন পঞ্চসার  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নংওয়া‌র্ডের  পদপ্রার্থী  মোঃ শামীম  আহম‌েদ প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গ্রাম হাট-বাজার, রাস্তা-ঘাটে, অলিগলি, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে তার প্রচার প্রচারণা চলছে। পঞ্চসার ইউ‌নিয়নের ৩নংওয়া‌র্ডের বর্তমান মেম্বার  মোঃ শামীম  আহম‌েদ  এ ইউনিয়নে ৩ নং ওয়া‌র্ডের জনগন‌ের মা‌ঝে  ইতিমধ্যে  জনপ্রিয় হয়ে উঠেছে। তার মতো জণদরদী  মোঃ শামীম  আহম‌েদ কে  প্রার্থী হিসা‌বে পুনরায় বেছে নিতে চায় ৩ নংওয়া‌র্ডের  জনসাধারণ।

সে লক্ষ্যে ভোটাররা বলেছেন, জরুরী প্রয়োজনেও দিনের পরদিন ইউনিয়ন পরিষদে ঘুরতে হয়। পড়তে হয় দুর্ভোগে। যে সাপ্তাহে একদিন না, সারা বছর গ্রামে ও ইউনিয়ন পরিষদে বসবে তাকেই চাই। 

পঞ্চসার ইউনিয়নের ৩ নংওয়া‌র্ডের ভোটার মিজানুর রহমান( ৫৫)ব‌লেন , তাকে সব সময় আমরা পাশে পাই। সে যদি পুনরায় ৩নংওয়ার্ড থে‌কে  মেম্বার  হয় তাহলে আমাদের আর দূর্ভোগে পড়তে হবে না। আমরা এ রকম একজন গরীবের বন্ধু চাই।

বর্তমান পঞ্চসার ৩নংওয়া‌র্ডের মেম্বার পদপ্রার্থী  মোঃশামীম আহমেদ বলেন, আমি কথা দিচ্ছি পঞ্চসার  ইউনিয়ন পরিষদের পুনরায় ৩নংওয়া‌র্ডের নির্বাচিত  মেম্বার  হলে, প্রতিদিন পরিষদে থেকে জনগনের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি