ঘন কুয়াশা ও তীব্র শীতে বেকায়দায় নওগাঁর খেটে খাওয়া মানুষ

 



মোঃমিনহাজুল হক

নওগাঁ জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

 দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয় গত ৪দিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। কনকনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দাপটে শীতে জুবুথুবু পুরো জেলা। এ জেলার ১১ উপজেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বেকায়দায়। 


জেলার সড়ক ও মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নওগাঁর বদলগাছীর স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় আজকে সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


সরেজমিনে জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা নওগাঁর সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।


অন্যদিকে ৪ দিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ ২৫০ শয্যা জেলারেল হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হতে দেখা গেছে শিশু ও বয়স্কদের। যার কারনে দেখা দিয়েছে বেড সংকট। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙ্গিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছে ।


নওগাঁর সদর উপজেলার হাটচগৌড়ি গ্রামের কৃষক হেলাল উদ্দিন বলেন, এতই শীত আর কুয়াশা শুরু হছে । যার কারনে মাঠোত কাম করবার লাগলে খুব কষ্ট হচ্ছে হামাকেরে। এ্যানাকরা কাম করিচ্ছি আবার এ্যানাকরা আগুন ধরা হাত-পাও পোহাচ্ছি। কৃষক মানুষ হামরা কাম তো করাই লাগবে।


সদর উপজেলার চকআতিতা গ্রামের কৃষ রেজাউল ইসলাম বলেন, গত ৪দিন থ্যাকা ব্যাপক কুয়াশা ও শীত পড়িছে। জমিত কাম-কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। শরীর পুরাডায় ঠান্ডা হইয়া যাচ্ছে। এ্যানা করা কাম করিচ্ছি আবার এ্যানা করা অগুনোত আঁচ পোহাচ্ছি।


শহরের তাজের মোড়ের রিক্সা চালক শাহজাহান আলী বলেন, ভোর থাক্যা রিক্সা চালাই। আজক্যা মনে হচ্ছে বেশি ঠ্যান্ডা পরিছে। রিক্সা চালাতে হাত-পাও ঠান্ডা হইয়া যাচ্ছে। শীত আসলেই হামাকেরে কষ্ট বাড়া যায়। কি আর করার আছে পেটের দায়ে তো কাম করাই লাগবে।


শহরের মুক্তির মোড় এলাকার ভ্যান চালক কসিম উদ্দিন বলেন, সকাল আর রাতোত বেশি ঠান্ডা লাগিচ্ছে। ঠান্ডার কারনে মাঝে মাঝে মনে হয় হাত অবশ হইয়া যাবে। আজক্যা তো সূর্যের দেখাই নাই। অনেক কষ্ট হচ্ছে ভ্যান চালাতে হামাকেরে।


নওগাঁর বদলগাছীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (বুধবার) ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস । তবে তাপমাত্রা আরও নিচে নামার আশঙ্কা।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি