রামকৃষ্ণপুর ইউপি ৪নং ওয়ার্ডে মোঃ নওজেশ আলী বিপুল ভোটে মেম্বর নির্বাচিত

 




এইচ এম মাহবুবুর রহমান 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

দৈনিক বঙ্গ দর্পন


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রার্থী মোঃ নওজেশ আলী। তিনি পেয়েছেন ৬২৫  ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক (টিউবওয়েল মার্কা) পেয়েছেন ৪৬০ ভোট। বিজয়ী মেম্বর মাহমুদপুর গ্রামের মৃত বদিউজ্জামান এর ছেলে,গরিবের বন্ধু,সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব মোঃ নওজেশ আলী। বিজয়ী মেম্বর নওজেশ আলী নির্বাচন পরবর্তী রবিবার রাতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, আমার এ বিজয় ৪নং ওয়ার্ডের সম্মানীত ভোটার ভাই-বোনদের। তারা আমাকে যে আস্থা, ভালোবাসা আর তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নিরঙ্কুষ বিজয়ী করেছেন,আমি যেন তাদের পাশে থেকে সেবা করতে পারি। তাই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি মাহমুদপুর,কালিকাপুর, খোর্দ্দ শিমলা, রৌহাদহ সহ ৪ নং ওয়ার্ডবাসীর কাছে চির কৃতজ্ঞ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি