একটি মানবিক আবেদন!

 




একটি মানবিক আবেদন!

---------------------------------------------------------------------

এই নবযাতক শিশুটি, মস্তিষ্কে রক্ত ক্ষরন নিয়েই জন্ম গ্রহন করে।বর্তমানে বরিশাল শের ঈ বাংলা মেডিকেল এ নবযাতক কেন্দ্রে ভর্তি আছে,

২/১দিনের মধ্যে উন্নত চিকিৎসা র জন্য সেখান কার চিকিৎসক গন ঢাকায় রেফার করেছে।

কিন্তু চিকিৎসা চালানো র মত,কিংবা  খাবার মত টাকাও দরিদ্র পিতার সামর্থ্যে নেই,

ঢাকায় নেয়ার মত এম্বুলেন্স ভাড়াও নেই হতভাগ্য পিতার।


আমরা কি এগিয়ে আসতে পারি যে যার সামর্থ্য অনুযায়ী, 

একটি নিঃষ্পাপ শিশুর জীবন বাচাতে এগিয়ে আসুন।


সাহায্যের জন্য যোগাযোগ করুন

নবজাতক এর স্বজনঃ জসিম শিকদার ০১৭৫১৪২০৫৪৪


প্লিজ এগিয়ে আসুন।


মোঃ ইকবাল হাওলাদার 

সাংগঠনিক সম্পাদক 

নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন 

ঝালকাঠি। 

সহায়তা করতে প্রয়োজনেযোগাযোগ  করুন দৈনিক বঙ্গ দর্পন এর অফিসিয়াল নম্বরে। 

+৮৮০১৭১৬৩৩৯৮২২

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি