“মাসিক কল্যাণ সভা” নভেম্বর/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত

 



মোঃমোশারফ হোসেন রুবেল

ক্রাইম রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

“মাসিক কল্যাণ সভা” নভেম্বর/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত                                

   

   অদ্য ইং ১৭-১১-২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় শিল্পাঞ্চল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের সভাকক্ষে মাসিক কল্যাণ সভা নভেম্বর/২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়।  কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার,  সহকারী পুলিশ সুপার ইনচার্জ- সাব-জোন-১ (ভালুকা), পুলিশ পরিদর্শকগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় অধঃস্তন পুলিশ সদস্যদের  কাছ থেকে সার্বিক বিষয়ে দাবি দাওয়া সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং  সমস্যা গুলো তাৎক্ষনিক সমাধানে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং করতে নির্দেশ প্রদান করেন।


 পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে পুলিশ সদস্যদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। ড্রেসরোল অনুযায়ী পোশাক  ব্যবহারে নির্দেশনা দেন। সরকারী নিদের্শনা অনুযায়ী অস্ত্রের সঠিক ব্যবহার ও রক্ষনাবেক্ষন করার নির্দেশ প্রদান করেন। শিল্পাঞ্চল এলাকার সকল পর্যায়ের ব্যাক্তিবর্গের সহিত উত্তম ব্যবহারসহ আইন-শৃঙ্খলা ডিউটি জোরদার করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অফিসার ও ফোর্সদের সকল প্রকার মাদক দ্রব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেন। পুলিশ লাইন্সের অভ্যন্তরে সেন্ট্রি পোস্টে যথাযথ সতর্কতার সহিত ডিউটি করার নিদের্শ প্রদান করেন। সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে কল্যাণ সভার কার্যক্রম  সমাপ্ত করেন।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি