টঙ্গীবাড়ীর ধীপুরে ২য় বারের মতো চেয়ারম্যান হলেন আলহাজ্ব আক্তার মোল্লা ।

 


ওসমান গনি 

মু্ন্সীগঞ্জ জেলা  প্রতি‌নি‌ধি

দৈনিক বঙ্গ দর্পন

 মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  আলহাজ্ব আক্তার হো‌সেন মোল্লা 

তিনি বিপুল ভোট পেয়ে ওই ইউনিয়নে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়। সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে ধীপর  ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দেয় ওই ভোটাররা।


নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  আক্তার হো‌সেন মোল্লা বলেন,‘গত নির্বাচনে এই ইউনিয়নের মানুষের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম


তারা আবারও আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয়যুক্ত করেছে এজন্য আমি এই এলাকার ভোটারদের কাছে কৃতজ্ঞ, ইনশআল্লাহ ধীপুর ইউ‌নিয়ন‌রে  উন্নয়নে আমি সব সময় আছি এবং থাকবো।’

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি