ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম।

 


মোঃমোশারফ হোসেন রুবেল 

ক্রাইম রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের  উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। গত ১৬ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান বিদায়ী উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম-সেবা।


জনাব বিপ্লব কুমার সরকার ইতোপূর্বেও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে সাফল্যের সাথে দায়িত্বপালন করেছেন। তার নেতৃত্বে ২৪ বার তেজগাঁও বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরা বিভাগের মর্যাদা পেয়েছে। সর্বশেষ তিনি রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


বিদায়ী উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম-সেবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি