নাটোরে পুনরায় নির্বাচনের দাবিতে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

 



মনজুরুল ইসলাম

 স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

গত ২৮ নভেম্বরের অনুষ্ঠিত  ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ  অবৈধভাবে বিভিন্ন ভোট কেন্দ্র আওয়ামী লীগের ও নৌকা প্রতীকের  কর্মীদের  উপর হামলা ও হয়রানির  প্রতিবাদে এবং ২ নং ঈশ্বরদী ইউনিয়নের পুনরায় নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নাটোরের লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়নের নৌকার প্রার্থী আমিনুল ইসলাম জয়।


আজ বুধবার(০১ ডিসেম্বর ) দুপুর ১২ টায়  দিকে তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার কর্মী সমর্থকদের উপর পুলিশ ও বিএনপি কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ তুলে বলেন, নির্বাচনে বিএনপির পক্ষ নিয়ে পুলিশ আমার নেতাকর্মীদের নির্যাতন ও হয়রানী করেছে এবং ভোটের দিন নৌকার কিছু কর্মীদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে এস আই হিমাদ্রী হালদার ও এ এস আই রানা মিয়া নির্যাতন করে নৌকায় ভোট না দিতে হুমকি প্রদান করেন। এসময় ওই নৌকার কর্মীরা জনৈক নিরেন কর্মকরের বর্নকুঠিরে অবস্থান নিলে সেই দুই পুলিশ সদস্য তাদের উপর পুনরায় নির্যাতন করে বর্নকুঠিরের থাকা একটি চৌকি ভেঙে ফেলে। আজিজুর রহমান নামের আরেক নৌকার কর্মীকে একটি ঘরে দিনভর আটকে রেখে নির্যাতন করে এসআই হিমাদ্রী হালদার। একই দিন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মুজাহিদ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হাবুবুর রহমান পুলিশের নির্যাতনের শিকার হয়। 


এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে যে সকল আইনী পদক্ষেপ দরকার ছিলো তার সবই করা হয়েছে। ভোটের দিন থেকে কাউকে কোনো নির্যাতনের অভিযোগ পাওয়া যায়নি।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি