নাটোরে সুগার মিলের ৩৮ তম আখ মাড়াই মৌসুম শুরু

  





মনজুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরে সুগার মিলের ৩৮তম আখ মাড়াই মৌসুমের উৎপাদন শুরু হয়েছে। নাটোর চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী। এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ মিলের কর্মকতার্ সহ আখ চাষী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



চিনিকলের ব্যবস্থাপক জানান,চলতি ২০২১-২২  মাড়াই মৌসুমে ৩৫ কার্য দিবসে ৩ হাজার ২শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। আখের প্রাপ্যতা ধরা হয়েছে  ৫০ হাজার মেট্রিক টন। চিনি আহরনের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি