পতাকা বিক্রি করেই আত্মতৃপ্তি ফরহাদের

 



মনজুরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের লালপুরে মহান বিজয়ের মাসে লাল-সবুজের পতাকা ফেরি করে বিক্রি করছেন ফরহাদ খান (৩২)। নিজের দেশের পতাকার মহত্ব বুঝলেই কেবল দেশের জন্য কাজ করার আগ্রহবোধ জন্মাবে তাইতো লাল-সবুজের পতাকা ফেরি করতে রাস্তায় রাস্তায় ছুটছেন তিনি। এ পতাকা তুলে দিচ্ছেন স্বাধীন দেশের নতুন প্রজন্মের হাতে হাতে। 


আজ  উপজেলার আব্দুলপুর বাজারে বাঁশের মাথায় নানা আকারের পতাকা টাঙিয়ে ফেরি করতে দেখা যায় তাকে।


এসময় ফরহাদ জানান, তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। মোবাইল মেরামত করাই তার পেশা। তবে বিভিন্ন দিবসে বাড়তি আয়ের আশায় এক যুগেরও বেশি সময় যাবত পতাকা ফেরি করেন। এবছর ১০ জনকে সাথে নিয়ে এসেছেন নাটোরে। বিক্রিও ভালো, বিজয় দিবস একদিন হাতে রেখেই জনপ্রতি বিক্রি করেছেন ১৫-২০ হাজার টাকা। 


নিজেকে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে বলেন, আমার বাবা রোকন খান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। পড়াশোনা না জানায় চাকুরী না করে স্বাধীন ব্যবসা হিসেবে বেছে নিয়েছি এ পেশা। দেশকে ভালোবেসে স্বাধীন দেশের নতুন প্রজন্মের হাতে হাতে তুলে দিচ্ছি লাল-সবুজের পতাকা। এতেই আমার আত্মতৃপ্তি।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি