কষ্ট

 

কষ্ট

স্বপ্ন ছোয়া

কাব্য লেখিকা 

দৈনিক বঙ্গ দর্পন


ভালোবেসে হৃদয়ে দিয়েছিলাম তোমাকে ঠাই

খুব সহজেই হৃদয় ভাঙ্গতে পেরেছিলে তাই😢

 এটা তোমার কোনো অপরাধ নয়,,

এটা হয়তো ছিলো আমার অপারগতাই।


ভালোবেসে নত হয়েছি তোমার কাছে যতবার,

ভুল বুঝে তুমি আমায় আঘাত করেছো ততোবার,,,

             কতো রকমের আঘাত! 

কথার আঘাত, ব্যবহারের আঘাত,অবহেলার আঘাত, 

 ইগোর আঘাত,অহংকারের আঘাত,

তবুও বারবার ফিরে গিয়েছি তোমার কাছে

কখনো ভাবোনি কতোটা ভালোবাসি তোমায়। 


একদিন তুমিই চেয়েছিলে আমার থেকে দূরে যেতে 

সেদিন আমাকে বাধ্য করেছিলে দূরে সরে আসতে,,

স্বার্থে টানে সব মিথ্যে করে দিয়েছিলে এক নিমিষেই, 

       সুখি হতে চেয়েছিলে অন্য ভুবনে,,

 নতুন করে জীবন সাজিয়ে নিয়েছিলে তাই একপলকে।

একবারও ভাবোনি সেদিন আমার কথা, 

বাকিটা জীবন কি ভাবে কাটবে আমার তোমাকে ছাড়া।


অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম 

সেদিন তোমার চলে যাওয়া,,

এক বুক কষ্ট নিয়ে সরে আসতে হয়েছিল 

তোমার থেকে অনেক দূরে।

 তবে আজ কেন ডাকছো আমায় হাত ছানি দিয়ে, 


  সুখি হতে পারোনি তুমিও,বিধাতার বিচারে

তুমিও পুড়ছো, আমার মতই কাদছো নিরভে। 

  প্রতারণা করে কি সত্যি ভালো থাকা যায় পৃথিবীতে,,,

 

 

অনেক দিন পরে কিছু লেখার চেষ্টা করলাম,,,,

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি