বীরগঞ্জে অবৈধ ভাবে সরকারী জমির গাছ কাটার অভিযোগ

 









ফেরদৌস ওয়াহেদ সবুজ

দিনাজপুর জেলা প্রতিনিধি 

দৈনিক বঙ্গ দর্পন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের শ্রী ভবেস চন্দ্র দাসের নির্দেষে সরকারী  জমির গাছ কাটার অভিযোগ।

১০ই ডিসেম্বর রোজ শুক্রবার  সকাল ৭ ঘটিকায় ঘটনা স্থলে গিয়ে জানা যায় কাজল মৌজার জে এল নং ১৭০ খতিয়ান নং০২ সরকারি ক তালিকার অর্পিত সম্পত্তি ১ একর ৩৪ শতাংশ জমির মধ্যে প্রায় শতাধিক আম,কাঠাল,ইউকিলিপ্টাস সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ রইয়াছে উক্ত গাছ গুলো প্রশাসনের চোখ ফাকি দিয়ে শ্রী ভবেস চন্দ্র দাস রাতের আঁধারে মাঝে মধ্যেই  কর্তন করে বলে এলাকাবাসির সুত্রে  জানা যায় এবং তার বিরুদ্ধে সরকারি জমির পজিশন বিক্রির অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় গত ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত-রাতে আনুমানিক ১৫ হাজার  টাকা মূল্যের সরকারি ইউকিলিপ্টাস গাছটি কর্তন করলে এলাকাবাসি জানতে পারলে সহকারী কমিশনার ভূমিকে খবর দিলে তার নির্দেশে ৪নং  পাল্টাপুর তহসিলদার  আব্দুর রহিম গাছটি আটক করেন।তহসিলদার আব্দুর রহিম প্রতিবেদককে বলেন সকারি গাছ কাটার  কোনো অনুমতি তাকে দেওয়া হয়নি।

সহকারী কমিশনার ভূমি স্যারের নির্দেশে আমি গাছটি আটক করেছি।পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রী ভবেস চন্দ্রের বিরুদ্ধে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করা হবে।  কর্তন কৃত গাছটি সহকারী কমিশনার ভূমি অফিসে রয়েছে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি