স্ত্রীর মর্যাদা

 



স্ত্রীর মর্যাদা 

ফাহিমা আক্তার রিমা

সামাজিক বৈষম্য বিশ্লেষক 

দৈনিক বঙ্গ দর্পন

১. আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে ?

          .....আপনার স্ত্রী।


২. আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে ?

          .....আপনার স্ত্রী


 ৩. আপনাকে রান্না করে খাওয়ায় কে ?

            ..... আপনার স্ত্রী।


৪.আপনার ঘর সাজিয়ে রাখে কে ?

             ..... আপনার স্ত্রী।

৫. আপনার ঘর পরিষ্কার রাখে কে ?

             ..... আপনার স্ত্রী।


৬. আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?

             ..... আপনার স্ত্রী।


 ৭.আপনার বৃদ্ধ মা-বাবার সেবা যত্ন করে কে ?

             ..... আপনার স্ত্রী।


৮. আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?

             ..... আপনার স্ত্রী।


৯. আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?

             ..... আপনার স্ত্রী।


১০. আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে কে ?..... আপনার স্ত্রী।


তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেন আপনি ?

যৌতুক কি সামাজিক প্রথা নাকি? 


স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবেসে তার রাগ না ভাঙিয়ে চুলের মুটি ধরে পিটান কেন আপনি ?


একজন নারী এতকিছু করার পর ও কেন 

কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না ?

এটাই কি আপনার সমাজ ?

ধিক্কার জানাই এমন সমাজ ব্যবস্থাকে....

উত্তর কি আছে আপনার কাছে ?

👉সতর্ক হোন:-

আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন!🙏

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি