নৈকাটী ১৬ দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন চাপড়া কামরান সাদি দল

 




আহসান উল্লাহ  বাবলু

 সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

 আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়নের নৈকাটি সূর্যমুখী যুব সংঘ কর্তৃক আয়োজিত নৈকাটি  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে 16 দলীয় ব্যাডমিন্টন খেলায় ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাপড়ার কামরান সাদী ব্যাডমিন্টন দল। উক্ত  ব্যাডমিন্টন খেলা বুধহাটা রাসেল ব্যাডমিন্টন দলের মুখোমুখি হয় চাপড়া কামরান সাদী ব্যাডমিন্টন দল। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলায় বুধহাটা  রাসেল ব্যাডমিন্টন  দলকে পরাজিত করে চাপড়া কামরান সাদি ব্যাডমিন্টন  দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে  খেলায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল ইসলাম সরদার,বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম তোতা,  মেম্বর  পদপ্রার্থী খাইরুল ইসলাম সরদার, ৭,৮ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বর পদপ্রার্থী মেহেরুন্নেসা, মনিরুল মোড়ল,ফেরদাউসিন মোড়ল,হাশেম ফারুক মোড়ল,ফারুক সরদার প্রমুখ । খেলা পরিচালনা করেন মাসুম বিল্লাহ ও ইমরুল হোসেন।ধারাভাষ্যে ছিলেন মাসুম বিল্লাহ ও হাফেজ আব্দুল্লাহ আল গালীব।খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন আবু রায়হান, জোবায়ের ইসলাম বাদশা,মোঃ ফারহাদ হোসেন,সবুজ হোসেন ও ফিরোজ আহম্মেদ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি