জীবন নিয়ে যত অভিযোগ



ইভা ইসলাম ইভু

কাব্যলেখিকা 

দৈনিক বঙ্গ দর্পন

জীবন নিয়ে বেশি অভিযোগ তাই নাহ্?

ভাল মানুষ সাজার প্রতিযোগিতায় যারা আজ আত্মহারা, তারা যেনো ভাল মানুষ সাজতে গিয়ে নিজের সামান্য  আত্মসম্মানবোধটুকুই হারিয়ে ফেলবেন না। লোক দরবারে, মুখোশ দিয়ে তো নিজের ভয়ংকর চেহারা ঢেকে ফেলছেন। কিন্তু আত্মসম্মানবোধটুকুও হারিয়ে ফেললে, নিজের কাছে নিজেকে কোন পরিচয়ে বাঁচিয়ে রাখবেন। মিথ্যে গল্পে হয়ত অন্যের মন ভুলানো যায়, নিজের বিবেক কে কোন গল্প শুনিয়ে শান্তনা দিবেন?🙁


মিথ্যে মিথ্যে ভাল মানুষের অভিনয়ে হয়ত আপনার দিন ভাল কাটছে, কিন্তু দিন শেষে রাতে ঘুম ভাল হচ্ছে তো?😟


মিথ্যে মিথ্যে ভাল মানুষের অভিনয়ে গল্প ভাল লিখছেন, কিন্তু জীবন উপভোগ করছেন তো?😑


মনে রাখবেন, প্রকৃত ভাল মানুষ যারা, তারা শতভাগ ভাল হয়না। তাদের রাগ থাকবে, অভিমান থাকবে। কিছু দোষত্রুটি থাকবে। তারা জীবনে ভুল করবে, আবার ভুল থেকেই শিখবে। তারা মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখবে না। তারা যেমন, তেমনই তাদের পরিচয়। তারা প্রতিনিয়ত চিৎকার করে, জনে জনে ঘুরে নিজেকে ভাল মানুষ হিসেবে প্রমানিত করতে নতুন নতুন গল্প লিখবে না। ছোট বেলা থেকে শুনেছি, মানুষের ভুল হয়। শয়তানের হয়না।🙃


অন্যদিকে, যারা ভাল মানুষ সাজার প্রতিযোগিতায় মেতে আছে, তাদের কোন দোষ খুঁজে পাবেন না। কারন, তাদের আসল চেহারা, তাদের মিথ্যে গল্পের মুখোশে ঢাকা। মুখোশে ঢাকা চেহারা ঢাকতে তারা যেকোন কাজই করতে পারে। তাই, এমন চরিত্রের মানুষ থেকে নিজেকে সাবধানে দূরে রাখবেন। জীবন একটি। অনেক দামি এই একটি জীবন। নোংরা মানুষের নোংরামিতে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না🙂🥀


জীবন নিয়ে কোনো অভিযোগ রাখতে নেই - যা হচ্ছে হতে দিন,অভিযোগ আমরা নিজেরাই তৈরি করে ফেলি🌻🦋


আপনার জীবন সুন্দর 🥰-যদি তা আপনি কোনো অভিযোগ ছাড়া নিজের মতো গুছিয়ে নেন🤍🌼


✍️ইভু

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি