ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী রিটু প্রধানের মনোনয়ন ফরম জমা প্রদান।

 


ওসমান গনি 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

গজারিয়ায় উপজেলার বালুয়াকান্দি   ইউনিয়ন ১  নং  ওয়ার্ড  নারী-পুরুষ ভোটারদের যোগ্য  মেম্বার পদপ্রার্থী হিসেবে  রিন্টু প্রধানের মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার  বিকালে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এই নির্বাচনী মনোনয়ন ফরম জমা প্রদান করা হয়।  বালুয়াকান্দি ইউনিয়ন  তেতৈতলা  গ্রামের   অনেক  নারী-পুরুষ ভোটারদের মতামত প্রকাশে জানান   বালুয়াকান্দি  ১নং ওয়ার্ডের নারী-পুরুষ সকল ভোটারদের কাছে যোগ্য, কাঙ্খিত মেম্বার প্রার্থী  রিটু প্রধান।

তিনি এলাকার সাধারন গরিব দুঃখী মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সকল মানুষ নারী-পুরুষ ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন । বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে সমাজসেবক রিটুপ্রধান গরিবের পাশে থেকে আর্থিক ও সহযোগিতায় কাছে ছিলেন ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তার বিজয় প্রত্যাশা করি।

প্রার্থী  রিটু প্রধান জানান এলাকাবাসী ভোটারদের দাবির প্রেক্ষিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনী  প্রতিযোগিতায়  অংশগ্রহণ করতে যাচ্ছি। নির্বাচনে সকল ভোটারদের দোয়া ও সমর্থন আশা করি।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি