মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 


আহসান উল্লাহ বাবলু

 সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

 কন্ট্রিনার ভর্তি ও ৫৭ বোতল ফেনসিডিলসহ শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। রোববার সকাল ৮টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে রবিউল ইসলামের নিজ বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করে। আটককৃত রবিউল ইসলাম দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিস চত্বরে হাত বাড়ালেই মেলে মাদক। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় জড়িতরা রয়েছে বহাল তবিয়তে। এরআগেও একাধিকবার ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। কিন্তু জামিন নিয়ে বেরিয়ে এসে বহাল তবিয়তে চালিয়ে যায় মাদক ব্যবসা। এছাড়াও দলিল লেখক সাজেদুর রহমান সুমন ও আবু হাসান মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, সহকারী পরিচালক শেখ মো. হাশেম আলীর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. রাসেল কবির সঙ্গীয় সদস্যদের সাথে নিয়ে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করলে ৫ লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয়। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি