উৎসবমূখর পরিবেশে তাড়াশে ইসলামী আন্দোলন এর প্ৰাৰ্থীদের মনোনয়ন পত্ৰ দাখিল

 




এইচ এম মাহবুবুর রহমান 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

দৈনিক বঙ্গ দর্পন


পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ০২ জন প্রার্থী বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বস্ব রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ উপলক্ষ্যে দুপুরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলার ০২ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নিকট মনোনয়ন পত্র হস্তান্তর করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্ৰ ও যুব বিষয়ক সম্পাদক ও তাড়াশ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাসান ইমরান, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ও মেয়র প্ৰাৰ্থী আলহাজ্ব মাওঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওঃ আরিফুল ইসলাম,আইন সম্পাদক মাওঃ যুবায়ের আহমেদ,তালম ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক মাওঃ আঃ মান্নান, ইসলামী শাসনতন্ত্ৰ ছাত্ৰ আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ তৈয়্যুবুর রহমান ত্বহা সহ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাড়াশের ০৪ টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি